পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 5:22 PM IST

Updated : Sep 4, 2023, 5:35 PM IST

ETV Bharat / entertainment

Sauraseni Maitra: 'দেবী মায়ের বিসর্জনের সঙ্গে সম্পর্কও শেষ', পুজোর শর্টটার্ম প্রেম নিয়ে আলাপচারিতায় সৌরসেনী

পুজো নিয়ে কী পরিকল্পনা নিয়ে অভিনেত্রী সৌরসেনী মৈত্রর ? মহালয়া নিয়ে আবেগ থেকে পুজোর প্রেম, সমস্তটা নিয়েই মুখ খুললেন নায়িকা ৷

Pic Sauraseni Maitra Instagram
আড্ডায় সৌরসেনী

কলকাতা, 4 সেপ্টেম্বর:'ঢাকের কাঠি জমজমাটি পুজোর পার্টি স্টার্ট', হ্যাঁ ঠিক এই লাইনটাই এখন গুনগুন করছে বাঙালি । কারণ পুজোর আর 50 দিনও বাকি নেই ৷ শুরু হয়ে গিয়েছে কেনাকাটা ৷ পুজো পুজো গন্ধ এখন চারিদিকে ৷ সেলেবরাও মেতে উঠেছেন এই আমেজে ৷ এই পুজোতে অভিনেত্রী সৌরসেনী মৈত্রর কী প্ল্যান ? খোঁজ নিল ইটিভি ভারত ।

  • প্রশ্ন:এবারের পুজোর প্ল্যান কী একটু শেয়ার করা যায় ?

    উত্তর: পুজোর কোনও প্ল্যান হয়নি এখনও । তবে, বন্ধুরা আসছে ৷ কেউ দিল্লি, কেউ বেঙ্গালুরু থেকে । ওদের সঙ্গে জমিয়ে আড্ডা হবে । পুজোর সময় সবাই আসলে নিজের শহরে ফিরতে চায় । ওরাও আসছে । আর আমি তো এখানেই আছি । কয়েকটা পুজো পরিক্রমাও আছে । এই পুজো পরিক্রমার দৌলতে আমার লাইন না দিয়েই ঠাকুর দেখা হয়ে যায় । এটা একটা দারুণ ব্যাপার ৷
  • প্রশ্ন:পুজোয় প্রেম হয়েছে কখনও ?

    উত্তর: সে আবার হবে না ? একসঙ্গে ফুচকা খাওয়া থেকে অঞ্জলি, ঘোরাঘুরি সবই ওই সপ্তমী থেকে দশমীর মধ্যে । দশমীর পর মায়ের বিসর্জনের পর সেই প্রেমও বিসর্জন দিয়ে দিয়েছি । আজও ভাবলে হাসি পায় । কী সব দিন ছিল ৷

আরও পড়ুন:‘বনবাস’ কাটিয়ে বাংলা ছবিতে ফিরলেন শর্মিলা, ‘পুরাতন’ দিয়েই নতুন শুরু সত্যজিতের নায়িকার

  • প্রশ্ন:মহালয়া ঘিরে নস্ট্যালজিয়া?

    উত্তর:'মহালয়া' মানে হল একটা আবেগ ৷ আজ অবধি এমন কোনও বছর আসেনি যে বছর ভোর চারটেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে মহালয়া শুনিনি । আগে আমি, বাবা, মা আর ঠাম্মা, বাড়ির সবাই একসঙ্গে শুনতাম । মা ঘুম থেকে ডেকে তুলত । গত বছর আমি মেদিনীপুরে ছিলাম একটা কাজে । তা সত্ত্বেও মিস করিনি । ঠিক ভোর চারটেয় শুনেছি মহালয়া । যতই বড় হই না কেন, মহালয়ার আবেগ কোনওদিনই কমবে না । আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে মহালয়া আবেগের জায়গা । টিভিতেও মহালয়া হয় অনেকদিন থেকেই । সেগুলোও দেখেছি । অবশ্যই সেগুলোও ভালো হয়। কিন্তু সবার আগে রেডিয়ো শুনেছি । আজও সেটাই করি ।

আরও পড়ুন:মহানায়কের জন্মদিনে ফিরে দেখা উত্তম-সুচিত্রা জুটির শেষ ছবি তৈরির নেপথ্য কাহিনি

  • প্রশ্ন:পুজোর আগে নতুন কোনও কাজের খবর?

    উত্তর:চলছে একটা কাজ । কিন্তু এই মুহূর্তে তা নিয়ে মুখ খোলার অনুমতি নেই । তবে, আমার সাম্প্রতিক দু'টি কাজ মানুষের ভালো লেগেছে । একটা হল 'তাজ', আরেকটা 'সাবাশ ফেলুদা' । খুব ভালো লাগে যে 'তাজ' এখনও মানুষ দেখছেন । এত বড় বড় স্টারদের পাশে আমি অভিনয় করেছি । তাঁদের পাশাপাশি মানুষ আমার মেহেরুন্নিসা চরিত্রটিকেও মনে রেখেছেন এটা আমার বড় পাওয়া । ধরমজি (ধর্মেন্দ্র) যে সিরিজে আছে সেই সিরিজে কাজ করেছি এটা ভাবলেই দারুণ লাগে । যদিও আমার ওঁর সঙ্গে কোনও সিন ছিল না, তবুও । এছাড়া নাসিরুদ্দিন শাহ, জারিনা ওয়াহাবদের মতো এক একজন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি ৷ তাঁদের পাশে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছি এতে আমি দারুণ খুশি । আর 'সাবাশ ফেলুদা'তে নারী চরিত্রের খবর শুনে ট্রোলিং হয়েছে বিস্তর । কিন্তু দেখার পর সব বন্ধ । এটাই প্রাপ্তি ।
Last Updated : Sep 4, 2023, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details