পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 6:34 PM IST

ETV Bharat / entertainment

Allu Arjun Congratulates SRK: 'তোমার থেকে শিখেছি, নিজেই পুষ্পা তিনবার দেখেছি', আল্লুর অভিনন্দনে আপ্লুত শাহরুখ

'জওয়ান' ছবির বিপুল সাফল্য মন ছুঁয়ে গেল পর্দার পুষ্পারাজের ৷ সাফল্যের জন্য মন থেকে আল্লু অর্জুন অভিনন্দন জানালেন শাহরুখকে ৷ আর জবাবে বাদশাহ জানালেন আল্লুর থেকেও শিখেছেন তিনি ৷ নিজেই 'পুষ্পা' তিনবার দেখেছেন ৷

Allu Arjun Congratulates SRK
আল্লুর অভিনন্দন কুড়োলেন এসআরকে

হায়দরাবাদ, 14 সেপ্টেম্বর: 'ম্যায় যব ভিলেন বানতা হুঁ না কোই হিরো মেরে সামনে টিক নেহি সকতা', 'জওয়ান' ছবিতে ঠিক এই ভাষাতেই নিজের খলনায়ক সত্ত্বার উদঘোষ করেছিলেন শাহরুখ খান ৷ তবে শুধু যে তিনি খলনায়াক হলে কোনও হিরো তাঁর সামনে দাঁড়াতে পারেন না তা নয় তাঁদের সামনে থেকে এসআরকের প্রশংসায় পঞ্চমুখও হতে হয় ৷ ইতিমধ্যেই মহেশবাবুর প্রশংসা কুড়িয়েছিলেন কিং খান ৷ আর এবার সেই তালিকায় যোগ দিলেন পর্দার পুষ্পারাজ ৷ হ্যাঁ আল্লু অর্জুন জানালেন, 'জওয়ান' যে সাফল্য পেয়েছে তাতে তিনি অন্তর থেকে খুশি ৷ জবাব দিলেন বাদশাহও ৷ জানালেন তিনি নিজেও 'পুষ্পা' তিনবার দেখেছেন ৷

বৃহস্পতিবার একটি টুইটে দক্ষিণের এই সুপারস্টার লেখেন, "এমন একটি ঐতিহাসিক ব্লকবাস্টার ছবি উপহার দেওয়ার জন্য জওয়ান ছবির পুরো টিমকে অভিনন্দন ৷ পুরো কাস্ট, ক্রু এবং প্রযোজকদেরও অভিনন্দন ৷ আর শাহরুখগারুর(তামিল ভাষায় স্যার) সবচেয়ে বিরাট অবতারের দেখা পেলাম ৷ তাঁর মেজাজ (সোয়্যাগ কথাটা লিখেছেন আল্লু) গোটা দেশকে মন্ত্রমুগ্ধ করেছে ৷" একইসঙ্গে নয়নতারা, বিজয় সেতুপতি এবং অ্যাটলি কুমারকেও অভিনন্দন জানান আল্লু ৷

জবাবে শাহরুখ কী লিখলেন? কিং খান লেখেন, "ধন্যবাদ বন্ধু ৷ আর মেজাজের (সোয়্যাগ কথাটা লিখেছেন শাহরুখ) কথাই যদি বল তাহলে আমায় অভিনন্দন জানাল দ্য ফায়ার ৷ আরে এটাই তো আমার আজকের দিনটাকে সফল করে দিল ৷ নিজেকে আর দ্বিগুণ 'জওয়ান' মনে হচ্ছে ভাই ৷ আমাকে বলতেই হবে তোমার থেকে অনেকটা শিখেছি ৷ কারণ আমি নিজেই পুষ্পা তিনবার দেখেছি ৷"

আরও পড়ুন:'শুধু তিনিই পারেন', 'জওয়ান' শাহরুখকে দেখে অভিভূত করণ

প্রসঙ্গত, শাহরুখের এই ছবি ইতিমধ্যেই 600 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে দেশ বিদেশ মিলিয়ে ৷ স্যাকনিল্কের রিপোর্ট বলছে, অষ্টম দিনেও বক্স অফিসে প্রায় 19 কোটির বেশি আয় করবে এই ছবিটি ৷ আর এই রিপোর্ট ঠিক হলে ভারতেও যে ধীরে ধীরে 400 কোটির ক্লাবে ঢোকার তোড়জোড় শুরু হয়ে যাবে তা বলাই বাহুল্য ৷

ABOUT THE AUTHOR

...view details