পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 17, 2019, 11:08 PM IST

Updated : Dec 17, 2019, 11:37 PM IST

ETV Bharat / city

ধুলিয়ান স্টেশনে পরিষেবা স্বাভাবিক করতে দেড় মাস লাগবে, জানালেন মালদার DRM

পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত ধুলিয়ান গঙ্গা, নিমতিতা ও সুজনিপাড়া স্টেশনে শনিবার আছড়ে পড়েছিল NRC ও CAA বিরোধী সন্ত্রাসের আগুন ৷  চলে যথেচ্ছ ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট ৷ প্রাণভয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যান রেলকর্মীরা ৷ একই অবস্থা হয় নিরাপত্তাকর্মীদেরও ৷ ঘটনার সময় দেখা পাওয়া যায়নি কোনও RPF জওয়ান কিংবা রেল পুলিশের ৷ বিনা বাধায় এক লহমায় রেল পরিষেবা মুছে ফেলে উন্মত্ত জনতা ৷ একইভাবে তাণ্ডব চালানো হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের হরিশ্চন্দ্রপুর ও ভালুকা রোড স্টেশনে৷

NRC
ধুলিয়ান গঙ্গা স্টেশন

মালদা, 17 ডিসেম্বর : ধুলিয়ান গঙ্গা স্টেশন আজ ঘুরে দেখলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার ৷ শনিবারের (14 ডিসেম্বর) গোটা ঘটনার ভয়াবহতার ছবি আজও আবছা হয়ে যায়নি ৷ জানালেন, আগামী 4-5 দিনে থ্রু-লাইনে ট্রেন চলাচল শুরু করা যেতে পারে ৷ কিন্তু স্টেশনটিকে ট্রেন দাঁড়ানোর উপযুক্ত করতে সময় লাগবে এক থেকে দেড় মাস ৷ গোটা স্টেশনটা যেন একটা কঙ্কাল ৷ স্টেশনের কাঠামোগুলো জানান দিচ্ছে গত শনিবারের (14 ডিসেম্বর) ভয়ঙ্কর ঘটনা ৷ হাজার পাঁচেক মানুষের ক্রোধ সন্ত্রাস আছড়ে পড়েছিল এই স্টেশনে ৷

ভিডিয়োয় দেখুন কী বলছেন মালদার DRM

পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত ধুলিয়ান গঙ্গা, নিমতিতা ও সুজনিপাড়া স্টেশনে শনিবার আছড়ে পড়েছিল NRC ও CAA বিরোধী সন্ত্রাসের আগুন ৷ চলে যথেচ্ছ ভাঙচুর, অগ্নি সংযোগ ও লুটপাট ৷ প্রাণভয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যান রেলকর্মীরা ৷ একই অবস্থা হয় নিরাপত্তাকর্মীদেরও ৷ ঘটনার সময় দেখা পাওয়া যায়নি কোনও RPF জওয়ান কিংবা রেল পুলিশের ৷ বিনা বাধায় এক লহমায় রেল পরিষেবা মুছে ফেলে উন্মত্ত জনতা ৷ একইভাবে তাণ্ডব চালানো হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের হরিশ্চন্দ্রপুর ও ভালুকা রোড স্টেশনে৷

ধুলিয়ান গঙ্গা স্টেশন ঘুরে দেখলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার

আজ বিকেল নাগাদ ধুলিয়ান গঙ্গা স্টেশনের অবস্থা পরিদর্শনে মালদা থেকে বিশেষ ট্রেনে রওনা দেন মালদা ডিভিশনের ম্যানেজার যতীন্দ্র কুমার ৷ রেলের আধিকারিকদের পাশাপাশি জেলার সংবাদমাধ্যমকেও তিনি সেখানে নিয়ে যান ৷ ঘুরে দেখেন স্টেশন ৷ স্টেশন পরিদর্শন করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, "আগুন নিভেছে বটে, কিন্তু স্টেশনের কন্ট্রোল প্যানেল পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৷ সিগনালিং ব্যবস্থা বিপর্যস্ত ৷ নষ্ট হয়ে গেছে গেটও ৷ মেইন লাইনে গাড়ি চালানো গেলেও লুপ লাইনে ট্রেন আনা যাবে না ৷ স্টেশনে ট্রেন দাঁড়াতে পারবে না ৷ মেইন লাইন ঠিক করতেও অন্তত 4-5 দিন লাগবে ৷ শুধু এই স্টেশনই নয়, নিমতিতা ও সুজনি পাড়া স্টেশনও পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ কিছু ব্যবস্থা করে ট্রেন চালানো গেলেও তা আপৎকালীন ভিত্তিতে চালানো যেতে পারে ৷ প্ল্যাটফর্মে ট্রেন এখনই আনা যাবে না ৷ যাত্রী সুবিধার কোনও ব্যবস্থাই আপাতত এখানে নেই ৷ যখন ঘটনা ঘটে, তখন এখানে 10-12 জন RPF কর্মী ছিলেন ৷ কিন্তু উত্তেজিত মানুষের সংখ্যা ছিল পাঁচ হাজারেরও বেশি ৷ পরপর দু’দিন এখানে হামলার ঘটনা ঘটে ৷ তবে প্রথমদিনই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে ৷ ধুলিয়ান স্টেশনেই 6-7 কোটি টাকার ক্ষতি হয়েছে ৷ মালদা ডিভিশনে ক্ষতির পরিমাণ প্রায় 25 কোটি টাকা ৷ তবে অন্য আর্থিক ক্ষতির হিসাবে ধরলে মোট ক্ষতি আরও বাড়বে ৷ শনিবার ঘটনার সময় সুজনি পাড়া স্টেশনে টাকা লুটেরও ঘটনা ঘটেছে ৷ ধুলিয়ান স্টেশনে যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে অন্তত দেড় মাস সময় লাগবে ৷"

এখনও স্টেশনে জ্বলছে আগুন

আরও পড়ুন : উত্তপ্ত মালদার ভালুকা রোড স্টেশন, রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ধুলিয়ান গঙ্গা স্টেশনের ম্যানেজার অজয়কুমার গুপ্তা এখনও শনিবারের স্মৃতি ভুলতে পারেননি ৷ তিনি বলেন, "সেদিন উন্মত্ত জনতা যখন স্টেশনে হামলা চালায়, প্রাণ বাঁচাতে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হয় ৷ দূর থেকেই দেখতে পাই, সশস্ত্র হামলাকারীরা স্টেশন ভাঙচুর করছে, গোটা স্টেশনে আগুন ধরিয়ে দিচ্ছে ৷ 10-12 জন RPF জওয়ানের পক্ষে ওই বিশাল সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ করা কিছুতেই সম্ভব ছিল না ৷ আমি সামশেরগঞ্জ থানার পাশাপাশি দমকলকেও খবর দিই ৷ কিন্তু দমকলকর্মীরা জানান, তাঁদের গাড়িতেই হামলাকারীরা আগুন লাগিয়ে দিয়েছে ৷ তবে আমরা তাড়াতাড়ি কাজ শুরু করতে চাই ৷"

Last Updated : Dec 17, 2019, 11:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details