পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 20, 2022, 7:56 PM IST

ETV Bharat / city

Subrata Cup মেয়েদের সুব্রত কাপ অনূর্ধ্ব 19 ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গাজোলের হাতিমারি হাইস্কুল

মেয়েদের অনুর্ধ্ব 19 সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় (Subrata Cup U19 Women Football Championship) জয়ী হল মালদার গাজোলের হাতিমারি হাইস্কুল (Hatimari High School of Ghazal) ৷ আজ সল্টলেকে আয়োজিত ফাইনালে পুরুলিয়া স্কুলকে হাফডজন গোলে হারিয়েছে তারা ৷

subrata-cup-u19-women-football-championship-winner-is-hatimari-high-school-of-ghazal
subrata-cup-u19-women-football-championship-winner-is-hatimari-high-school-of-ghazal

মালদা, 20 অগস্ট: মেয়েদের অনুর্ধ্ব-19 সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (Subrata Cup U19 Women Football Championship) হল গাজোলের হাতিমারি হাইস্কুল ৷ শনিবার সল্টলেকের বিবিডিসি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে পুরুলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাতিমারি হাইস্কুলের মেয়েরা (Hatimari High School of Ghazal) ৷ 2019 সুব্রত কাপও জিতেছিল হাতিমারি হাইস্কুলের মেয়েরা ৷ তারপর করোনার জেরে দু’বছর এই প্রতিযোগিতা স্থগিত হয়েছিল ৷

গতবছর প্রথম চারে থাকা দলগুলিকে নিয়ে শুক্রবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷ গতকাল সেমিফাইনালে হাতিমারি হাইস্কুলের মেয়েরা দক্ষিণ দিনাজপুরের সরলা বিএনএস হাইস্কুলের মেয়েদের 5-2 গোলে পরাজিত করে ৷ আজ ফাইনালে পুরুলিয়া হাইস্কুলকে 6-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাতিমারি হাইস্কুল ৷ ফাইনালে ছ’টির মধ্যে পাঁচটি গোলই করেছে লক্ষ্মী মুদি ৷ বাকি একটি গোল করেছেন যুথিকা মুণ্ডা ৷ খেলার দুই অর্ধে তিনটি করে গোল হয় ৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং সিরিজ নির্বাচিত হয়েছে লক্ষ্মী মুদি ৷

স্কুলের কোচ হরিচরণ মণ্ডল বলেন, "মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেয়েদের নিয়ে দলটি গড়া হয়েছে ৷ এরা সবাই স্কুলের হস্টেলে থাকে ৷ প্রতিদিন সকালে দু’ঘণ্টা ও বিকেলে এক ঘণ্টা প্র্যাকটিস করানো হয় ৷ মেয়েদের খাবার-সহ যাবতীয় দিকে নজর রাখে স্কুল কর্তৃপক্ষ ৷ মোট 18 জন মেয়েকে আমরা প্রতিযোগিতায় নিয়ে এসেছিলাম ৷ তারা স্কুলের সুনাম অক্ষুণ্ণ রেখেছে ৷ আমরা মেয়েদের জন্য গর্বিত ৷’’

আরও পড়ুন:আজ ডুরান্ড কাপে মোহনবাগানের প্রথম ম্যাচ, ধাপে ধাপে এগোনই লক্ষ্য ফেরান্দোর

সম্প্রতি মালদায় এসে হাতিমারি হাইস্কুল পরিদর্শন করে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ৷ তিনি কথা দিয়েছিলেন, মেয়েদের জন্য তিনি ভালো কোনও প্রশিক্ষককে স্কুলে পাঠাবেন ৷ তাঁর উদ্যোগেই জুন মাসে দু’সপ্তাহের জন্য এই স্কুলের মেয়েদের প্রশিক্ষণ দেন কলকাতার বনি পাল ৷

এই মুহূর্তে ফুটবল দলের সঙ্গে কলকাতায় রয়েছেন স্কুলের শিক্ষিকা তথা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন বাসন্তী বর্মন ৷ তিনি বলেন, "মেয়েদের এই সাফল্যে আমরা উচ্ছ্বসিত। মালদা ফেরার পর মেয়েদের স্কুলের তরফে সংবর্ধনা দেওয়া হবে। আগামী 3 সেপ্টেম্বর মেয়েরা দিল্লিতে আয়োজিত জাতীয় স্তরের সুব্রত কাপ প্রতিযোগিতায় অংশ নেবে ৷"

ABOUT THE AUTHOR

...view details