কলকাতা, 5 অক্টোবর : হাইকোর্টের নির্দেশিকা মেনে পুজো কার্নিভাল বাতিল করল রাজ্য সরকার । একই সঙ্গে করোনাকালে পুজো সুষ্ঠুভাবে সম্পাদন করতে 11 দফা নির্দেশিকা জারি করল নবান্ন । উল্লেখ্য, ক্লাবগুলির সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন করোনাকালে রাতে ঠাকুর দেখার বিষয়টি এবং পুজো কার্নিভাল হবে কি না, সেই সিদ্ধান্ত পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে জানানো হবে।
তবে কলকাতা হাইকোর্ট করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে এবারও গত বছরের মতোই প্যান্ডেলের ভিতরে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । এদিন তারই সঙ্গে সঙ্গতি রেখে রাজ্য সরকারের তরফ থেকে পুজো সংক্রান্ত নির্দেশিকা জারি করা হল ।
আরও পড়ুন :Mamata Banerjee : শপথ সাতেই
এদিনের নির্দেশিকায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মণ্ডপে প্রবেশ এবং প্রস্থানের পথ খোলামেলা রাখতে হবে । মণ্ডপে আগত দর্শনার্থীদের অবশ্যই মাস্ক পরতে হবে । পুজো কমিটিগুলিকেও মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে । মণ্ডপে ঠিক মতো সামাজিক দুরত্ব ও করোনাবিধি মানা হচ্ছে কি না, তা নজর রাখতে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকে । এ ছাড়া বলা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজোর উদ্বোধন এবং বিসর্জনের অনুষ্ঠানে জাঁকজমক করা যাবে না ।