পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 11, 2022, 9:49 AM IST

ETV Bharat / city

Saugata on Kaushik Sen: "টিভি সিরিয়াল করত, মানুষের লড়াইয়ে ছিল না", কৌশিককে নিশানা করে বিতর্কে সৌগত

গান্ধিমূর্তির পাদদেশে 575 দিন ধরে ধরনায় বসা এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers) সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা তথা নাট্যকার কৌশিক সেন ৷ এনিয়ে তাঁকে নিশানা করলেন তাঁরই একসময়ের শিক্ষক তথা তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে (Saugata Roy Creates Controversy) ৷

saugata-roy-creates-controversy-with-his-comment-on-kaushik-sen
saugata-roy-creates-controversy-with-his-comment-on-kaushik-sen

কলকাতা, 11 অক্টোবর: এসএসসি চাকরিপ্রার্থীদের (SSC Job Seekers) সঙ্গে কৌশিক সেনের সাক্ষাৎ ঘিরে ফের বিতর্কিত মন্তব্য (Saugata Roy Creates Controversy) করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তীব্র ভাষায় কটাক্ষ করলেন নিজের প্রাক্তন ছাত্রকেই ৷ তবে, শিক্ষককে উপযুক্ত জবাব দিতেও শোনা গেল নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেনকে ৷

লক্ষ্মী পুজোর দিন সপরিবারে গান্ধিমূর্তির পাদদেশে 575 দিন ধরে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন কৌশিক সেন ৷ মিষ্টি হাতে তাঁদের পাশে দাঁড়ান তিনি ৷ তারপরেই শুরু হয় বিতর্ক ৷ তাঁর ধরনা মঞ্চে উপস্থিতিকে ঘিরে মন্তব্য করতে শোনা যায় দমদমের সাংসকে (Saugata on Kaushik Sen) ৷ তিনি কৌশিককে নিশানা করে বলেন, ‘‘কৌশিক আমার ছাত্র ছিল ৷ 1987 সালেই কৌশিক সিপিএম করত ৷ এখন টিভি সিরিয়াল, থিয়েটার এসবের মধ্যে রয়েছে ৷ ও তো মানুষের লড়াইতে কোনওদিন ছিল না ৷ যখন বুদ্ধদেববাবুর সরকার গুলি চালিয়েছিল তখন অনেক বুদ্ধিজীবীরা এসেছিলেন ৷ তাঁদের কেউ কেউ সিপিএম ছিলেন ৷ কৌশিকও সিপিএমই ছিল ৷ কিছু সিপিএম বিরোধী কথা বলেছিল ৷ আবার ঝাঁকের কই ঝাঁকেই ফিরে গিয়েছে ৷ আবার সিপিএম হয়ে গিয়েছে ৷’’

তবে, স্যারের এই মন্তব্যে চুপ থাকেননি তাঁর ছাত্র ৷ তিনি বলেন, ‘‘সৌগতবাবুর কথা তাঁর দলের লোকজনও সিরিয়াসলি নেন না ৷ কখন কী বলেন, সত্যি ঠিক করা মুশকিল ৷ নন্দীগ্রাম, নেতাইয়ের সময় আমরা কী করেছি, না করেছি তার খতিয়ান দেওয়ার দায়িত্বও আমার নয় ৷ যা করেছিলাম মানুষের জন্য করেছিলাম ৷ তারপর এই নিয়ে যে ঢাক পেটাব সেই রুচি আমার নেই ৷ আমাকে গালাগাল দেওয়া, আমাকে খারাপ কথা বলার পরিবর্তে যদি ওই মানুষগুলোর চাকরি নিশ্চিত হয়, তবে হোক ৷’’

আরও পড়ুন:চাকরি উৎসবের থেকে জরুরি নয় ! সৌগতর মন্তব্যে নতুন বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details