পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 2, 2021, 7:17 PM IST

ETV Bharat / city

Local Train Fare : ক্ষোভের মুখে লোকালে বর্ধিত ভাড়া প্রত্যাহার রেলের

বিতর্কের জেরে লোকাল ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নিল রেল বোর্ড ৷ মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয় ৷ ফলে এতদিন সংশ্লিষ্ট রুটগুলিতে যে ভাড়া ছিল, আবারও সেই ভাড়াতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা ৷

railway board withdrawn increased fare for local trains
Local Train Fare : ক্ষোভের মুখে লোকালে বর্ধিত ভাড়া প্রত্যাহার রেলের

কলকাতা, 2 নভেম্বর :বিতর্ক শুরু হওয়ার 24 ঘণ্টার মধ্য়েই নির্দিষ্ট কয়েকটি রুটে লোকাল ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নেওয়া হল ৷ উল্লেখ্য, সোমবার বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হয় ৷ অভিযোগ, কোনও কোনও ক্ষেত্রে দ্বিগুণ, তিনগুণও ভাড়া বাড়ানো হয় ৷ আগে যে টিকিটের দাম ছিল 10 টাকা, সোমবার সেই টিকিট কাটতেই যাত্রীদের দিতে হয় 30 টাকা ৷ ভাড়া বৃদ্ধিতে চটে যান যাত্রীরা ৷ নানা মহলে শুরু হয় বিতর্ক ৷ রেল সূত্রে খবর, ইতিমধ্যেই বর্ধিত ভাড়া প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ মঙ্গলবারই সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে কর্তৃপক্ষ ৷ ফলে এতদিন সংশ্লিষ্ট রুটগুলিতে যে ভাড়া ছিল, আবারও সেই ভাড়াতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা ৷

আরও পড়ুন :Local Train : সংক্রমণ রুখতে প্যাসেঞ্জার ট্রেনে ভাড়া বাড়ল তিনগুণ

মুখ্যমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নেওয়ার কয়েক দিন পরই রাজ্যে ফের করোনা সংক্রান্ত বিধিনিষেধ ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন ৷ পরবর্তীতে স্টাফ স্পেশাল চালু হলেও আনুষ্ঠানিকভাবে লোকল ট্রেন চালু করা হয় গত 31 অক্টোবর ৷ ওই দিন ছিল রবিবার ৷ ফলে যাত্রীর চাপ তেমন ছিল না ৷ কিন্তু সোমবার (1 নভেম্বর) ছিল সপ্তাহের প্রথম কাজের দিন ৷ আর ওই দিনই কাজে বেরিয়ে বাড়তি ভাড়া গুণতে হয় যাত্রীদের ৷ যদিও রেলের যুক্তি ছিল, করোনা আবহে লোকাল ট্রেনে ভিড় নিয়ন্ত্রণ করতেই কয়েকটি রুটে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন :Local Train Service : সপ্তাহের প্রথম কাজের দিনে দূরত্ববিধি শিকেয় হাওড়ার লোকাল ট্রেনে

রেলযাত্রীদের অভিযোগ, সোমবার বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনে এক্সপ্রেস ও মেল ট্রেনের সমান ভাড়া নেওয়া হয় ৷ ভাড়া বাড়ানো হয়েছিল বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-আসানসোল, বর্ধমান-গুসকরা, বর্ধমান-বোলপুর রুটের ট্রেনগুলিতে ৷ মঙ্গলবার নির্দেশিকা জারি করে আবার পুরনো ভাড়াই পুনর্বহাল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এদিন এই প্রসঙ্গে জানান, সোমবার কয়েকটি রুটে বর্ধিত ভাড়া নেওয়া হলেও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ তাই কিছু জটিলতা তৈরি হয় ৷ তবে মঙ্গলবার রেল বোর্ডের তরফে বর্ধিত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details