পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 19, 2019, 11:15 PM IST

Updated : Jul 20, 2019, 12:16 AM IST

ETV Bharat / city

বিরোধীরা বিচারপতি ও আদালতকে বিভ্রান্ত করছে : ফিরহাদ

বিরোধীরা বিচারপতি ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ৷ বনগাঁ পৌরসভার অনাস্থা প্রস্তাব মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে মন্তব্য করলেন পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

ফিরহাদ হাকিম

কলকাতা, 19 জুলাই: বিরোধীরা বিচারপতি ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ৷ বনগাঁ পৌরসভার অনাস্থা প্রস্তাব মামলায় হাইকোর্টের রায় প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আজ হাইকোর্টের রায়ের পর ফিরহাদ বলেন, "বনগাঁ পৌরসভায় নিয়ম মেনে মিটিং হলে বৈঠক হয়েছে ৷ আস্থাভোট হয়েছে ৷ বিরোধীরা সব সময় বিচারপতি ও মহামান্য আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন ৷ আশা করব, মহামান্য আদালত বিরোধীদের বিভ্রান্ত করার অপচেষ্টা বুঝতে পারবে ৷" তিনি জানান, আইন অনুযায়ী এই মামলার বিচার হবে ৷

ভিডিয়োয় শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

পাশাপাশি, পুজো কমিটির সঙ্গে রাজ্য BJP-র যোগাযোগ প্রসঙ্গে পৌরমন্ত্রী বলেন, "জনসংযোগ পুজো কমিটি ধরে হয় না ৷ জনসংযোগ বাড়াতে হলে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে ৷"

আরও পড়ুন : এত নির্লজ্জ কেন? বনগাঁর পৌরপ্রধানকে ভর্ৎসনা বিচারপতির

Last Updated : Jul 20, 2019, 12:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details