পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 3, 2020, 7:46 PM IST

Updated : Feb 3, 2020, 10:35 PM IST

ETV Bharat / city

রোজ়ভ্যালিকাণ্ড : KKR সহ 3 সংস্থার 70 কোটি টাকা বাজেয়াপ্ত

ED-র নজরে এবার আয়কর দপ্তর । রোজ়ভ্যালিকাণ্ডে বাজেয়াপ্ত নথি ফেরত কেন দেওয়া হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ED-র আধিকারিকরা ।

Income Tax
আয়কর দপ্তর

কলকাতা, 3 ফেব্রুয়ারি: রোজভ্যালিকাণ্ডে নয়া মোড় । কলকাতা নাইট রাইডার্স (KKR), মাল্টিপেল রিসর্টস প্রাইভেট লিমিটেড এবং সেন্ট জেভিয়ার্স কলেজের ৭০.১১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED) । ওই তিন সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে ED । IPL-5 এ সাড়ে পাঁচ কোটি ও IPL -6 এ সাড়ে ছয় কোটি টাকা রোজ়ভ্যালির তরফে KKR-কে দেওয়া হয়। এর পরিবর্তে জার্সিতে সংস্থাটির লোগো লাগানো হয়। ইডেনে রোজ়ভ্যালির নামে ২৫টি হসপিটালিটি বক্সও তৈরি হয়। তার বাইরেও হিসেবে গরমিল আছে বলে ED সূত্রে খবর। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভেঙ্কি মাইসোরকে একাধিকবার জেরা করা হয়েছে। এই নিয়ে রোজ়ভ্যালিকাণ্ডে মোট ৪৭৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ED ।

অন্যদিকে রোজ়ভ‍্যালি মামলায় আয়কর দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সূত্রের খবর, ED-র তরফে নোটিস পাঠানো হয়েছে আয়কর দপ্তরে। এই নোটিসে আয়কর দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ।

আয়কর দপ্তরে পাঠানো নোটিসে বেশ কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, 2013 সালে আয়কর দপ্তরের তরফে রোজ়ভ্যালির সদর দপ্তরে অভিযান চালানো হয় । সেই অভিযানে প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয় । সিল করে দেওয়া হয় রোজ়ভ্যালির ব্যাঙ্ক অ্যাকাউন্ট । তার কয়েক দিনের মধ্যেই সিল খুলে দেওয়া হয় । বাজেয়াপ্ত করা নথিও ফেরত দিয়ে দেওয়া হয় । এই বিষয়টি বিস্মিত করেছে তদন্তকারীদের । জানতে চাওয়া হয়েছে, কেন তারা এই কাজ করেছিল ? এর সঙ্গে আয়কর দপ্তরের কোন কোন অফিসার যুক্ত ছিলেন সে বিষয়েও তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে ।

এদিকে বেশ কিছুদিন ধরেই রোজ়ভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুর দেওয়া অগ্রিম টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে । সম্পত্তি কেনার জন্য গৌতম এই রাজ্য সহ অন্য রাজ্যে বেশ কিছু ব্যক্তি ও সংস্থাকে অগ্রিম টাকা দিয়েছিলেন । তালিকায় দিল্লির একটি বিলাসবহুল হোটেল রয়েছে বলে জানা গিয়ে্ছে । পাশাপাশি কলকাতায় বড় এক অফিসের জন্য অগ্রিম টাকা দিয়েছিলেন গৌতম কুন্ডু । সূত্রের খবর, ভিন রাজ্যে বেশ কয়েক জায়গায় জমি কেনার জন্য অগ্রিম টাকা দিয়েছিলেন তিনি । গৌতম কুন্ডুকে জেরা করে সেই সব তথ্য জানতে পারে ED-র অফিসাররা । তাঁকে বেশ কয়েকবার জেরাও করা হয়। জানতে চাওয়া হয়, কোথায় আছে সেসব নথি। সেই নথি বাজেয়াপ্ত করে খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থাকে জানিয়ে দেওয়া হয়, অবিলম্বে ফেরত দিতে হবে অগ্রিম টাকা। তা না হলে বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি। 70 কোটি টাকারও বেশি ইতিমধ্যেই অগ্রিম ফেরত পাওয়া গেছে বলে সূত্রের খবর ।

Last Updated : Feb 3, 2020, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details