পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 16, 2021, 4:57 PM IST

ETV Bharat / city

ফিরহাদের উপস্থিতিতে শুরু কোরোনার টিকাকরণ

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আজকের এই টিকাকরণের প্রক্রিয়া শুরু হওয়াতে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানিয়েছেন, আজ অত্যন্ত পবিত্র দিন, দুর্গা পুজো আর ঈদের দিনের থেকেও আজ তিনি বেশি খুশি। আগামী দিনে সকলকেই এই ভ্যাকসিন দেওয়া হবে। মানুষ নিশ্চিন্তে আবার স্বাভাবিক ভাবেই নিজেদের জীবন যাপন করতে পারবে।

ফিরহাদ হাকিমের উপস্থিতিতে 82নং ওয়ার্ডে শুরু হল কোরোনার টিকাকরণ

কলকাতা, 16 জানুয়ারি : কলকাতা শহরের পাঁচটি স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হল কোরোনার ভ্যাকসিনের টিকাকরণ । এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে 82 নম্বর ওয়ার্ডে কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ শুরু হয়েছে । কোরোনার যোদ্ধা হিসেবে কলকাতা পৌরনিগমের চিকিৎসকদের প্রথম দফায় কোরোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে । এছাড়াও কলকাতা পৌরনিগমের 31নং ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র, 57নং ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র, 11নং ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র ও 111 নং ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্রে আজ কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ শুরু হয়েছে ।

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আজকের এই টিকাকরণের প্রক্রিয়া শুরু হওয়াতে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন তিনি। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানিয়েছেন, আজ অত্যন্ত পবিত্র দিন, দুর্গা পুজো আর ঈদের দিনের থেকেও আজ তিনি বেশি খুশি। আগামী দিনে সকলকেই এই ভ্যাকসিন দেওয়া হবে। মানুষ নিশ্চিন্তে আবার স্বাভাবিক ভাবেই নিজেদের জীবন যাপন করতে পারবে। গোটা দেশের সঙ্গে বাংলা কোরোনা মুক্ত হবে, আগামী দিন গোটা বিশ্ব কোরোনা থেকে রক্ষা পাবে।

আরও পড়ুন :নিশ্চিন্তে টিকা নিন, ভয়ের কোন কারণ নেই ; বললেন চিকিৎসকরা
এদিন কলকাতা পৌরনিগমের 500 জন চিকিৎসককে কোরোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে । আগামীদিনে কলকাতার বাকি স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও ধাপে ধাপে সমস্ত কোরোনা যোদ্ধাদের টিকাকরণ করানো হবে বলে জানিয়েছেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । কলকাতা পৌরনিগমের জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সাফাই কর্মী ও 100 দিনের অস্থায়ী কর্মীদের আগামীদিনে করোনার টিকা দেওয়া হবে। সেইসঙ্গে চতুর্থ দফায় যাঁরা কো-মরবিডিটির রোগী, যাদের বয়স 50 থেকে 70 এর মধ্যে তাদেরকেও কোরোনার ভ্যাকসিন দেবে কলকাতা পৌরনিগম।

ফিরহাদের উপস্থিতিতে শুরু টিকাকরণ
আরও পড়ুন : হুগলিতে শুরু টিকাকরণ82নং ওয়ার্ডের পুর চিকিৎসক সোমা লাহিড়ী এদিন প্রথম কোরোনার ভ্যাকসিনের টিকা নিয়েছেন। তিনি এই ওয়ার্ডে লকডাউনের সময় লাগাতার স্বাস্থ্য় পরিষেবা দিয়েছেন । এমনকি তিনি কোরোনায় আক্রান্তও হন। কিন্তু হার মানেনি, সুস্থ হয়ে আবারও কোরোনা বিরুদ্ধে এই যুদ্ধে শামিল হয়েছেন। আজ তিনি প্রথম টিকা নিয়ে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করলেন।

ABOUT THE AUTHOR

...view details