পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 25, 2021, 9:17 PM IST

ETV Bharat / city

Corona Vaccine : দু'টি ডোজ নেওয়ার পরও আক্রান্তদের সঠিক তথ্য নেই, হাইকোর্টে জানাল কেন্দ্র

কলকাতা হাইকোর্টে বুধবার জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়, কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পরও কতজন করোনায় আক্রান্ত হচ্ছেন তা নিয়ে সঠিক তথ্য নেই কেন্দ্রের কাছে ৷ তবে এনিয়ে ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্য চেয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠানো হয়েছে ৷

দু'টি ডোজ নেওয়ার পরও আক্রান্তদের সঠিক তথ্য নেই
দু'টি ডোজ নেওয়ার পরও আক্রান্তদের সঠিক তথ্য নেই

কলকাতা, 25 অগস্ট : ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়ার পরেও কতজন আক্রান্ত ও অসুস্থ এ-ব্যাপারে তাদের কাছে সঠিক তথ্য নেই বলে হাইকোর্টে জানাল কেন্দ্র । এই সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ওয়াইজেড দস্তুর জানিয়েছেন, এই ব্যাপারে কেন্দ্রের পরিকাঠামোর অভাব আছে । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যগুলোকে চিঠি দিয়েছে যাতে কতজন আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন সেই তালিকা নিয়মিত ওয়েবসাইটে আপলোড করা হয় ৷

মামলাকারীদের তরফে বলা হয়, 18 থেকে 44 বছরের নাগরিকদের ঠিকঠাক টিকা দেওয়া হচ্ছে না । এ-ব্যাপারে আশা কর্মীদের কাজে লাগানোর কথাও উল্লেখ করা হয় মামলাকারীদের তরফে । এরপরই পুরো ব্যাপারেই সব পক্ষকে ধৈর্য ধরার কথা উল্লেখ করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ।

বিনামূল্যে সবাইকে টিকা প্রদান ও করোনা যোদ্ধা যাঁরা আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন তাঁদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সিপিআইএম নেতা তথা প্রখ্যাত চিকিৎসক ফুয়াদ হালিম । পরে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ৷ গত 12 অগস্ট শুনানিতে এ রাজ্যে করোনা যোদ্ধা যাঁরা আক্রান্ত হচ্ছেন বা মারা যাচ্ছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রাজ্যকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । পাশাপাশি রাজ্যের বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোয় কোথায় ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সে ব্যাপারে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করানোর জন্য প্রয়োজনে গণপ্রচারের উপর ও জোর দিতে বলেছিল কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন : Covid Third Wave : একান্ত প্রয়োজন না হলে কলকাতায় রেফার নয়, জেলাগুলিকে নির্দেশ স্বাস্থ্য দফতরের

ABOUT THE AUTHOR

...view details