পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 15, 2020, 11:23 AM IST

Updated : Apr 15, 2020, 1:41 PM IST

ETV Bharat / city

জামুড়িয়ায় পুলিশের উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার 8

আসানসোল দক্ষিণ থানা এলাকার কয়েকজনকে জামুড়িয়ার চুরুলিয়া স্কুলে কোয়ারানটাইনে রাখার ব্যবস্থা করা হয় ৷ তা নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে ৷ তাতে গুরুতর জখম হন জামুড়িয়া থানার OC সুব্রত ঘোষ ৷ সেই ঘটনায় আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷

jamuria lock down situation
জামুড়িয়া

জামুড়িয়া , 15 এপ্রিল : জামুড়িয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ ভিন রাজ্য থেকে আসা স্থানীয় মানুষদের কোয়ারানটাইনে রাখা হয়েছিল ৷ গতকাল এই নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ৷ তাঁদের লাঠির আঘাতে জামুড়িয়া থানার OC সুব্রত ঘোষ গুরুতর জখম হন ৷

কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ মেনে চলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর ৷ সম্প্রতি ভিন রাজ্য থেকে যারা বাড়ি ফিরেছেন, তাঁদের কোয়ারানটাইনে যেতে বলা হচ্ছে ৷ দু’দিন আগে আসানসোল দক্ষিণ থানা এলাকার কয়েকজনকে জামুড়িয়ার চুরুলিয়া স্কুলে কোয়ারানটাইনে রাখার ব্যবস্থা করা হয় ৷ যা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল গ্রামবাসী ৷ গতকাল সকাল থেকে চুরুলিয়া গ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ ৷ গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের ৷ পুলিশকে লক্ষ্য় করে গুলি ও বোমা ছোড়ার অভিযোগ ওঠে গ্রামবাসীর বিরুদ্ধে ৷

পুলিশ ও সাংবাদিকদের একাধিক গাড়ি ভাঙচুর ও তাতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ গ্রামবাসীর লাঠির আঘাতে গুরুতর জখম হন জামুড়িয়া থানার OC সুব্রত ঘোষ ৷ তাঁকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় ৷ হামলার মুখে পড়ে আহত হন বহু পুলিশকর্মী ৷ গুরুতর জখম অবস্থায় সুব্রত ঘোষকে রানিগঞ্জের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একাধিক থানার পুলিশ চুরুলিয়ায় পৌঁছায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়া হয় ৷ ঘটনায় গতরাতে তিনজনকে আটক করে পুলিশ ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয় ৷ এরপর আজ সকালে আরও পাঁচজনকে আটক হয় ৷ পরে আট জনকেই গ্রেপ্তার করা হয় ৷ তাদের আজ আদালতে তোলা হয় ৷

Last Updated : Apr 15, 2020, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details