তিবলিসি, 4 জুলাই : জর্জিয়ায় 6 বছরের মিশ্র জাতের একটি কুকুরের কোভিড-19 ধরা পড়ল। জানা গেছে, কুকুরটির মালিকও কোরোনা পজ়িটিভও ছিলেন । জর্জিয়ার স্বাস্থ্য দপ্তর বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই কুকুরটি বেশ কিছু দিন ধরে স্নায়বিক অসুস্থতায় ভুগতে শুরু করেছিল। সন্দেহ হওয়াতে সোয়াব টেস্ট হয়। তাতে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে।
জর্জিয়ায় কোরোনায় আক্রান্ত কুকুর
স্নায়বিক অসুস্থতার পর জর্জিয়ায় 6 বছরের মিশ্র একটি কুকুরের কোভিড-19 ধরা পড়ল।
Corona
বিশ্বে প্রথম কোনও পশু হিসেবে একটি বাঘের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । ঘটনাটি অ্যামেরিকার বক্সটন জ়ু-র।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য মার্কিন কেন্দ্রগুলির দেওয়া গাইডলাইনগুলিতে বলা হয়েছে, এখনও অবধি উপলব্ধ সীমিত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে পোষ্য থেকে মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম ৷