পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 22, 2021, 8:41 PM IST

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে ফের চালু রেল পরিষেবা

কোভিড পরিস্থিতিতে প্রায় প্রায় 11 মাস বন্ধ ছিল রেল পরিষেবা ৷ অবশেষে জম্মু-কাশ্মীরে আংশিকভাবে ট্রেন চালু করল ভারতীয় রেল ৷ তাদের এই পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দা ও সাধারণ যাত্রীরা ৷

Train service resumes in Kashmir
জম্মু-কাশ্মীরে ফের চালু রেল পরিষেবা

শ্রীনগর, 22 ফেব্রুয়ারি: প্রায় 11 মাস পর জম্মু-কাশ্মীরে আংশিকভাবে রেল পরিষেবা শুরু করল ভারতীয় রেল ৷ বারামুলা থেকে বানিহাল পর্যন্ত ফের রেলপথে শুরু হল যাতায়াত ৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দা ও রেলযাত্রীরা ৷

আরও পড়ুন:সঠিক সময় রাজ্যের মর্যাদা পাবে জম্মু-কাশ্মীর : অমিত শাহ

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতেই উপত্য়কায় রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ পরবর্তীতে পরিস্থিতি কিছুটা বাগে আসার পর সড়ক ও বিমান পরিষেবা শুরু করা হয় ৷ অপেক্ষা ছিল শুধুমাত্র রেল পরিষেবা চালু হওয়ার ৷ এবার সেটাও শুরু হয়ে যাওয়ায় খুশি স্থানীয়রা ৷

উপত্যকায় রেল পরিষেবা ফের চালু হওয়ার পর পর্যটন ক্ষেত্র লাভবান হবে বলে আশা করছেন রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল । আজ এক টুইটে তিনি রেল পরিষেবা চালু হওয়ার বিষয়ে জানিয়েছেন, "প্রাথমিকভাবে ওই রুটে দু'টি ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

জম্মুর বানিহাল থেকে উত্তর কাশ্মীরের বারামুল্লা পর্যন্ত মোট 137 কিলোমিটার লম্বা রেলপথে 17 টি স্টেশন রয়েছে । প্রথম ট্রেনটি বারামুল্লা স্টেশন থেকে ছাড়বে সকাল 9 টা 10 মিনিটে এবং অন্যটি বানিহাল স্টেশন থেকে ছাড়বে 11 টা 25 মিনিটে ।

ABOUT THE AUTHOR

...view details