পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 9, 2021, 1:00 PM IST

ETV Bharat / bharat

কোভিডকে পরাস্ত করতে মোদির নয়া দাওয়াই 'টিকা উত্সব'

কোভিডকে পরাস্ত করতে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়া দাওয়াই 'টিকা উত্সব' ৷ 11-14 এপ্রিল টিকা উত্সব পালনের জন্য মুখ্যমন্ত্রীদের বলেছেন তিনি ৷

tika-utsav-from-april-11-14-to-vaccinate-as-many-as-possible-says-pm-narendra-modi
কোভিডকে পরাস্ত করতে মোদির নয়া দাওয়াই 'টিকা উত্সব'

নয়াদিল্লি, 9 এপ্রিল: করোনাভাইরাসের প্রথম ঢেউ যখন দেশজুড়ে আছড়ে পড়েছিল, তখন নানা কর্মসুচি নিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ জনতা কার্ফু, বাসন বাজানো, হাততালি, মোমবাতি জ্বালানো, হেলিকপ্টার থেকে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে ফুলবর্ষণ - এমন নানা অভিনব উদ্যোগ নিয়ে মানুষের স্পিরিট ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি কোভিডকে পরাজিত করার ডাক দিয়েছিলেন নমো ৷ করোনাকে পরাস্ত করতে এ বার তাঁর নয়া কর্মসুচি টিকা উত্সব ৷

দেশজুড়ে করোনা পরিস্থিতি দিনদিন চিন্তার কারণ হয়ে উঠছে ৷ এই অবস্থায় বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি 'টিকা উত্সব' পালনের কথা বলেন ৷ তাঁর কথায়, "11 এপ্রিল থেকে 14 এপ্রিল আমরা টিকা উত্সব পালন করতে পারি? এই সময়ে যত বেশি সম্ভব যোগ্য ব্যক্তিদের টিকাকরণ আমাদের করা উচিত এবং টিকা যাতে একটুও নষ্ট না হয়, তার টার্গেট নেওয়া উচিত ৷" ভাইরাসের সংক্রমণ রুখতে আগামী 2-3 সপ্তাহ সব রাজ্যকে কোভিড নিয়ম আরও জোরদার করার কথা বলেন প্রধানমন্ত্রী ৷

তিনি বলেন, "প্রশাসনিক অবস্থার উন্নতি হওয়া প্রয়োজন ৷ এক বছর ধরে লড়াই চালানোর পর গোটা ব্যবস্থায় একটা ক্লান্তি ও শিথিলতা আসবে, এটা আমি বুঝি ৷ তবে আগামী 2-3 সপ্তাহের মধ্যে এটা আরও কড়া হওয়া উচিত এবং প্রশাসনকে আরও শক্তিশালী হওয়া উচিত ৷"

আরও পড়ুন:দেশে দৈনিক সংক্রমণে নয়া রেকর্ড, করোনায় আক্রান্ত আরও 1.31 লাখ

প্রায় রোজই দেশে নিজের রেকর্ড নিজেই ভাঙছে করোনা ৷ দৈনিক সংক্রমণ আবার আজ পৌঁছেছে সর্বাধিক উচ্চতায় ৷ গত 24 ঘণ্টায় কোভিড 19 রিপোর্ট পজ়িটিভ এসেছে 1,31,968 জনের ৷ গত পাঁচ দিনে এই নিয়ে চতুর্থবার দেশের দৈনিক সংক্রমণ এক লাখ ছাড়িয়ে গেল ৷ নয়া সংক্রমণে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 1.3 কোটিরও উপরে ৷

ABOUT THE AUTHOR

...view details