আগরতলা, 16 ডিসেম্বর:আগামী 18 ডিসেম্বর ভোটমুখী ত্রিপুরা সফরে (Tripura Visit) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার আগে রাজ্য়ের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা আঁটোসাটো করল পুলিশ প্রশাসন ৷ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল বিএসএফকেও ৷ শুক্রবার বিকেলে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ ৷ তিনি বলেন, রাজ্যের সর্বত্র আইন-শৃঙ্খলা সুষ্ঠু রাখতে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ একইসঙ্গে, অন্যান্য নিরাপত্তাবাহিনীকেও সতর্ক করা হয়েছে ৷
পুলিশ সুপার বলেন, "বিমানবন্দর থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন প্রধানমন্ত্রী ৷ সড়কপথে সেখানে পৌঁছবেন তিনি ৷ যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতে প্রচুর পরিমাণে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে ৷ শুধুমাত্র পশ্চিম জেলায় নয়, রাজ্য়ের সর্বত্রই নিরাপত্তা মজবুত করা হয়েছে ৷ আমরা বিএসএফ এবং অন্য়ান্য নিরাপত্তাবাহিনীকেও সতর্ক করেছি ৷ প্রত্য়েক দিন ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে ৷ বিবেকানন্দ ময়দানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ সমস্ত জায়গায় সিসিটিভি ক্য়ামেরা বসানো হয়েছে ৷" এর পাশাপাশি আগরতলা শহরেও টহল দিচ্ছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৷ বিভিন্ন জায়গায় খানাতল্লাশি চালানো হচ্ছে ৷
আরও পড়ুন:মনোভাব না বদলালে চিরকাল ব্রাত্যই থাকতে হবে, পাকিস্তানকে কড়া জবাব ভারতের