পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 16, 2022, 8:28 PM IST

ETV Bharat / bharat

Narendra Modi: প্রধানমন্ত্রী আসছেন, ত্রিপুরাজুড়ে কঠোর নিরাপত্তার বেষ্টনী

আগামী রবিবার ত্রিপুরা সফরে (Tripura Visit) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তাই গোটা রাজ্য়ের নিরাপত্তা আঁটোসাটো করা হল ৷ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার এবং জেলাশাসক ৷

tight security imposed on whole state before Narendra Modi Tripura Visit
Narendra Modi: প্রধানমন্ত্রী আসছেন, ত্রিপুরাজুড়ে কঠোর নিরাপত্তার বেষ্টনী

আগরতলা, 16 ডিসেম্বর:আগামী 18 ডিসেম্বর ভোটমুখী ত্রিপুরা সফরে (Tripura Visit) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার আগে রাজ্য়ের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা আঁটোসাটো করল পুলিশ প্রশাসন ৷ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হল বিএসএফকেও ৷ শুক্রবার বিকেলে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ ৷ তিনি বলেন, রাজ্যের সর্বত্র আইন-শৃঙ্খলা সুষ্ঠু রাখতে যথেষ্ট পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ একইসঙ্গে, অন্যান্য নিরাপত্তাবাহিনীকেও সতর্ক করা হয়েছে ৷

পুলিশ সুপার বলেন, "বিমানবন্দর থেকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন প্রধানমন্ত্রী ৷ সড়কপথে সেখানে পৌঁছবেন তিনি ৷ যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতে প্রচুর পরিমাণে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে ৷ শুধুমাত্র পশ্চিম জেলায় নয়, রাজ্য়ের সর্বত্রই নিরাপত্তা মজবুত করা হয়েছে ৷ আমরা বিএসএফ এবং অন্য়ান্য নিরাপত্তাবাহিনীকেও সতর্ক করেছি ৷ প্রত্য়েক দিন ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে ৷ বিবেকানন্দ ময়দানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ সমস্ত জায়গায় সিসিটিভি ক্য়ামেরা বসানো হয়েছে ৷" এর পাশাপাশি আগরতলা শহরেও টহল দিচ্ছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী ৷ বিভিন্ন জায়গায় খানাতল্লাশি চালানো হচ্ছে ৷

আরও পড়ুন:মনোভাব না বদলালে চিরকাল ব্রাত্যই থাকতে হবে, পাকিস্তানকে কড়া জবাব ভারতের

এদিনের সাংবাদিক বৈঠকেই উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ৷ তিনি বলেন, আগামী 18 ডিসেম্বর মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে দুপুর 2টো 25 মিনিটে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান ৷ সেখান থেকে বিবেকানন্দ ময়দানে তিনি পৌঁছবেন দুপুর 2টো 45 মিনিটের মধ্যে ৷ সেখানে তাঁর কর্মসূচি চলবে বিকেল 3টে 45 মিনিট পর্যন্ত ৷ এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী সাতটি প্রকল্প উদ্বোধন করবেন ৷

জেলাশাসক আরও জানান, "ওই দিন সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা যাতে অনুষ্ঠানস্থলে পৌঁছতে পারেন, তার জন্য বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য আমরা সবরকম পদক্ষেপ করছি ৷ আমাদের অনুমান, আগামী রবিবারের ওই অনুষ্ঠানে প্রায় 72 হাজার মানুষ উপস্থিত হবেন ৷ ওই দিনই বিকেল 5টা 15 মিনিটে রাজ্য ছাড়বেন প্রধানমন্ত্রী ৷" তবে, ত্রিপুরা থেকে বেরোনোর আগে স্টেট গেস্ট হাউসে একটি বৈঠকও করবেন তিনি ৷

প্রসঙ্গত, রবিবার মেঘালয়ে অনুষ্ঠিত হতে চলা উত্তর-পূর্ব পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদি ৷ সেখান থেকেই সোজা আগরতলা আসবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details