পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 27, 2022, 11:54 AM IST

ETV Bharat / bharat

Diamond Crown to Shirdi Sai Baba: হিরেখচিত সোনার মুকুট পেলেন শিরডির সাঁইবাবা

দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মন্দিরে অনুদান দেওয়ার রীতি বহু প্রাচীণ । অনুদান হিসেবে কখনও অর্থ দেওয়া হয় । কখনও আবার দেওয়া হয় অন্য কোনও সামগ্রী। এবার সাইবাবাকে হিরেখচিত মুকুট উপহার দিলেন তাঁর এক ভক্ত (A devote donated Diamond Crown to Shirdi Sai Baba ) ।

Shirdi Sai Baba
Shirdi Sai Baba

শিরডি (মহারাষ্ট্র), 27 ডিসেম্বর: হিরেখচিত সোনার মুকুট পেলেন শিরডির সাঁইবাবা ৷ তাও এল খাস বিলেত থেকে ৷ সাঁইবাবার এক ভক্ত শিরডির মন্দিরে এই উপহার দিয়েছেন ৷ সাধারণত সাঁইবাবার বহু ভক্ত সোনার মুকুট নিবেদন করেন ৷ এবার এল বহুমূল্য হিরেখচিত মুকুট ! সাঁবাবার এক ভক্ত কারানির সুবারি প্যাটেল হিরেজাদি সোনার মুকুট দিলেন সাঁইবাবাকে (A devote donated Diamond Crown to Shirdi Sai Baba) ৷ এই সোনার মুকুটের ওজন 368 গ্রাম ৷ জানা গিয়েছে, এর দাম 28 লক্ষ টাকা ৷ প্রত্যেক আরতির সময় সাঁইবাবাকে মুকুট দেওয়া রীতি ৷ আগে সাঁইবাবাকে রুপোর তৈরি মুকুট দেওয়া হত ৷ এবার দেওয়া হল সোনার মুকুট । দেশের বিভিন্ন মন্দিরে অনুদান দেওয়ার রীতি দীর্ঘদিনের । দেশের মধ্যে সবচেয়ে বেশি বিত্তবান মন্দির তিরুপতি । তারপরই স্থান সাইবাবার মন্দিরের ।

কিছুদিন আগে সাইবাবার মন্দিরের তরফে জানানো হয়েছিল এক বছর সময়ের মধ্যে তারা 398 কোটি টাকার অনুদান পেয়েছে (Shirdi Sai Sansthan Received donation of 398 Crores)। সংস্থার দেওয়া হিসেবে বলা হচ্ছে এই পুরো টাকাটাই মিলেছে 2021 থেকে 2022 সালের অক্টোবরের মধ্যে । পাশাপাশি দিনে দিনে মন্দিরে আসা ভক্তের সংখ্যাও অনেক বেড়ছে। করোনার সময় স্বভাবতই পরিস্থিতি ভিন্ন ছিল । কিন্তু দিনে দিনে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে । এই 398 কোটির অনুদানের মধ্যে 77 কোটি 89 লাখ টাকা মন্দিরের মধ্যে থাকা দানকেন্দ্রে জমা পড়েছিল। 168 কোটি 88 লাখ 5 হাজার টাকা জমা পড়েছিল দানপাত্রে । এর পাশাপাশি প্রায় 27 কেজি গয়নাও দান হিসেবে জমা পড়েছিল। যার বাজারদর 12 কোটি 55 লাখ 30 হাজার টাকা । এছাড়া কয়েক কোটির রূপোও জমা পড়েছে । এবার মিলল হিরেখচিত মুকুট ।

আরও পড়ুন: আজ মুম্বইয়ে শেষকৃত্য অভিনেত্রী তুনিশা শর্মার

ABOUT THE AUTHOR

...view details