পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 14, 2023, 1:51 PM IST

ETV Bharat / bharat

PM Modi on Partition: ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে’ দেশভাগের সময় নিহতদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

PM Narendra Modi Partition Horrors Remembrance Day: 2021 সালে থেকে 14 অগস্ট দিনটিকে দেশভাগের স্মরণ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করছে বিজেপি ৷ মূলত, দেশভাগের সময় অসংখ্য মানুষকে যে দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল, সেই কথা স্মরণ করেই এই দিনটিকে পালন করে গেরুয়া শিবির ৷ তাই এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশভাগের সময়ে যাঁরা প্রাণ হারান, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷

PM Narendra Modi Partition Horrors Remembrance Day
দেশভাগের সময় নিহতদের প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

নয়াদিল্লি, 14 অগস্ট: দেশভাগের সময়ে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের প্রতি সোমবার শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই বিভীষিকাময় দিনের কথা উল্লেখ করে তিনি স্মরণ করেন সেই সময় মানুষকে যে দুর্ভোগের মুখে পড়তে হয়েছিল, সেই কথা । দেশভাগের ভয়াবহতার স্মরণ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদি এ দিন জানান, দেশভাগের সময় যে বড় ধরনের হিংসার ঘটনা ঘটেছিল, তাতে প্রাণ হারানো ভারতীয়দের স্মরণ করার দিন আজ ৷

উল্লেখ্য়, 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে 14 অগস্ট ভারতে দেশভাগের ভয়াবহ স্মরণ দিবস হিসাবে পালন করা হবে । তার পর থেকে এই দিনটিকে পালন করা হয় বিজেপির তরফে ৷ এবারও পালিত হচ্ছে ৷ সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, 1947 সালে দেশভাগের পরে যাঁরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তাঁদের সংগ্রামের দিন হিসেবে 14 অগস্টের দিনটিকে মনে রাখতে হবে ৷

অন্যদিকে, বিজেপি দেশভাগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করা হবে উত্তরপ্রদেশে । উত্তরপ্রদেশে বিজেপির সাধারণ সম্পাদক সুভাষ যদুবংশ জানিয়েছেন, দেশভাগের ট্র্যাজেডি নিয়ে সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হবে । দেশভাগের শহিদদের স্মরণে সোমবার উত্তরপ্রদেশে ‘বিভীষিকা স্মৃতি দিবস’ নামে একটি মৌন মিছিল বের করবেন বিজেপি নেতারা ।

আরও পড়ুন:'হর ঘর তিরঙ্গা'র প্রচারে অংশ নিতে দেশবাসীর কাছে আবেদন মোদির

সেই সময়ের ভয়াবহতা বোঝার জন্য, যাতে বর্তমান প্রজন্ম জাতির ঐক্য ও অখণ্ডতাকে শক্তিশালী করতে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারে, তাই এই উদ্যোগ বলে ওই নেতা জানিয়েছেন । উত্তরপ্রদেশে বিজেপির 98টি সাংগঠনিক জেলায় মৌন মিছিল হবে । বিজেপি নেতাদের লক্ষ্য দেশের বিভাজনে ভিটেহারা এবং প্রাণ হারিয়েছেন এমন লক্ষাধিক মানুষের সংগ্রাম ও আত্মত্যাগ সকলের সামনে তুলে ধরা ।

ABOUT THE AUTHOR

...view details