পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 13, 2022, 5:54 PM IST

ETV Bharat / bharat

Pet Attack: পোষ্য কামড়ালে এবার মালিককে দিতে হবে 10 হাজার টাকা, কবে থেকে লাগু এই নিয়ম ?

পোষ্য কুকুরদের (Pet) আক্রমণ নিয়ে শনিবার একটি মিটিং করেছিল নয়ডা প্রশাসন। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, পোষ্য কুকুর বা বিড়ালের জন্য কোনও অনভিপ্রেত ঘটনা ঘটলে পোষ্যের মালিককে 10 হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে (Owners to Pay Rs 10 Thousand for Treatment) ৷ এর পাশাপাশি চিকিৎসার দায়িত্বও নিতে হবে মালিককেই। এই নিয়ম লাগু হতে চলেছে আগামী বছরের 1 মার্চ থেকে ৷

Pet Attack
পোষ্য কামড়ালে চিকিৎসার জন্য মালিককে দিতে হবে 10 হাজার টাকা

নয়ডা, 13 নভেম্বর: দিনকে দিন উত্তর প্রদেশের নয়ডায় (Noida Administration) বেড়ে চলেছে পোষ্য কুকুরের আক্রমণ ৷ শিশু থেকে বয়স্ক কেউই বাদ যায়নি পোষ্য কুকুরের আক্রমণ থেকে ৷ প্রশাসনিক বৈঠকের পর ঘটনায় কড়া পদক্ষেপ নিল নয়ডা প্রশাসন ৷ রাস্তায় মালিক তাঁর পোষ্য কুকুর বা বিড়ালকে নিয়ে বেরনোর সময় যদি কোনও পথচারীকে কামড়ে দেয় তাহলে মালিককেই দিতে হবে ক্ষতিপূরণ ৷ জখম ব্যক্তির চিকিৎসার জন্য মালিককে দিতে হবে 10 হাজার ৷ শুধু তাই নয়, আহতের চিকিৎসার দায়ভারও নিতে হবে মালিককেই ৷

এছাড়াও নয়ডাবাসীকে প্রশাসনের তরফে বলা হয়েছে, আপনার যদি বাড়িতে পোষ্য থাকে অথবা আপনি যদি কোনও সারমেয়র মালিক হয়ে থাকেন তাহলে এখন থেকে তার নাম নথিভুক্ত করা আবশ্যক ৷ যদি এই নির্দেশ কেউ না-মানে সেক্ষেত্রেও তাকে 10 হাজার টাকা জরিমানা হতে পারে। পশু সুরক্ষা কমিটির নির্দেশ অনুসারে, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পোষ্যদের রেজিস্ট্রেশন (Registration of Pets Name) করা বাধ্যতামূলক। যদি এই পোষ্যদের নাম নথিভুক্তকরণের নির্দিষ্ট দিন পেরিয়ে যায় তাহলেও ধার্য করা হবে জরিমানা, এমনই জানানো হয়েছে নির্দেশনামায়।

এছাড়াও সময়ের মধ্যে পোষ্যের জীবাণুমুক্তকরণ (Sterilization) এবং 'অ্যান্টি র‌্যাবিস' ইঞ্জেকশন দিতে হবে ৷ এই ইঞ্জেকশন না দেওয়া হলেও মালিককে প্রতি মাসে 2 হাজার টাকা করে জরিমানা দিতে হবে। অনেকেই এমন রয়েছেন, যারা পোষ্যকে নিয়ে এলাকায় হাঁটতে বেরোন। সেই সময় পোষ্যরা রাস্তায় বেরিয়ে শৌচকর্ম করলে সেক্ষেত্রে সাফ করার দায়িত্ব মালিকেরই। এছাড়াও রাস্তায় থাকা সারমেয়দের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে সেখানেই খেতে দেওয়ার কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন:পথকুকুরদের নির্বীজকরণের উদ্যোগ কেএমসি’র, নাগরিকদের সচেতন করতে কাউন্সিলরদের সেমিনার

ABOUT THE AUTHOR

...view details