পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 5, 2022, 3:14 PM IST

ETV Bharat / bharat

Curtains Facility Start in Trains : ট্রেনের এসি কোচে চাদর ও পর্দা ফিরিয়ে আনল উত্তর রেল

উত্তর রেলের তরফে দূরপাল্লার এসি কোচে চাদর ও পর্দা ফিরিয়ে আনা হল (NORTHERN RAILWAY RESTORED CURTAIN AND LINEN SERVICES IN TRAINS) ৷ এখনও পর্যন্ত 92টি ট্রেনে পর্দা এবং 26টি ট্রেনে চাদর পরিষেবা দেওয়া হচ্ছে (Curtains Facility Start in Trains) ৷ স্টোরে ব্যবহারযোগ্য পর্দা ও চাদর মজুত হলেই ধীরে ধীরে পরিষেবা বাড়ানো হবে বলে জানিয়েছে রেল ৷

NORTHERN RAILWAY RESTORED CURTAIN AND LINEN SERVICES IN TRAINS
NORTHERN RAILWAY RESTORED CURTAIN AND LINEN SERVICES IN TRAINS

লখনউ, 5 এপ্রিল : করোনার প্যানডেমিকের প্রভাবে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে দূরপাল্লার ট্রেনের এসি কোচে পর্দা এবং চাদর দেওয়া বন্ধ করে দিয়েছিল রেল ৷ এবার সংক্রমণের হার কমায় ফের সেই পরিষেবাগুলি শুরু করছে রেল কর্তৃপক্ষ (NORTHERN RAILWAY RESTORED CURTAIN AND LINEN SERVICES IN TRAINS) ৷ উত্তর ভারতের 92টি ট্রেনের এসি কোচে আবারও পর্দা এবং 26টি ট্রেনে যাত্রীদের গায়ের চাদর দেওয়া হয়েছে (Curtains Facility Start in Trains) ৷

উত্তর রেলের এক আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন পর্দা ও বেডরোলগুলি ধোওয়া হয়নি ৷ ফলে সেগুলিকে পরিষ্কার করে ফের যাত্রীদের ব্যবহারের জন্য দিতে রেলের লন্ড্রি বিভাগকেও সক্রিয় করা হয়েছে ৷ স্টোর বিভাগকেও প্রয়োজনীয় পরিমাণে পর্দা ও বিছানার চাদর মজুত করতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ বর্তমানে রেলের কাছে স্টোর থাকা চাদর ও পর্দাগুলিকে যতটা সম্ভব ব্য়বহারযোগ্য করে তোলা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷

আরও পড়ুন : India Bangladesh Train Service : দু'বছর পর ফের শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা

বাকি অন্যান্য ট্রেনেও পর্দা এবং চাদর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷ স্টোরে ব্য়বহারযোগ্য স্টক বাড়লে ধীর ধীরে সব ট্রেনে এই পরিষেবা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে রেল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details