পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 14, 2022, 5:01 PM IST

ETV Bharat / bharat

TOP NEWS বিকেল 5টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News)।

TOP NEWS
বিকেল 5টা

1.Aparna Sen on Rushdie Book স্বাধীনতার 75 বছরে রুশদির দ্য স্যাটানিক ভার্সেসের নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক, দাবি অপর্ণার

স্বাধীনতার 75 বছরে সলমন রুশদির (Salman Rushdie book) দ্য স্যাটানিক ভার্সেসের (The Satanic Verses) উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেন অপর্ণা সেন (Aparna Sen on Rushdie book)৷ তৎকালীন কংগ্রেস সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷ যদিও নিজেদের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিয়েছেন তৎকালীন সরকারের কংগ্রেস মন্ত্রী কে নটবর সিং (K Natwar Singh)৷

2. Mamata on 75 years of Independence দেশের প্রতি ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে, স্বাধীনতার 75 বছরে ঐক্যবদ্ধ হওয়ার ডাক মমতার

দেশের প্রতি ভালোবাসাই আমাদের বেঁধে রেখেছে (My Idea For India at 75)৷ টুইটে এ কথা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ স্বাধীনতার 75 বছরে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন তিনি ৷

3. Police Raid at Kalighat কালীঘাটে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি আর্থিক দুর্নীতি দমন শাখার

কালীঘাটে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালালেন আর্থিক দুর্নীতি দমন শাখার অফিসাররা (Police Raid at Kalighat)৷ বেশ কয়েকদিন ধরেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির নানা অভিযোগ দায়ের হয়েছে (DEO officers of State police)৷

4. Garbeta Accident গড়বেতায় বাস লরির সংঘর্ষে মৃত কমপক্ষে 3, আহত 12

গড়বেতায় বাস লরির সংঘর্ষে মৃত কমপক্ষে 3, আহত 12 ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে স্থানীয় থানার পুলিশ ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷

5. Partition Horrors Remembrance Day শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ মোদির

শহিদদের শ্রদ্ধা জানিয়ে দেশভাগের যন্ত্রণা স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi pays homage)৷ 'পার্টিশন হররস রিমেমব্রেন্স ডে' (Partition Horrors Remembrance Day) উপলক্ষে তিনি ছাড়াও টুইট করেছেন জেপি নাড্ডা, রাজনাথ সিং ৷

6. TMC Poster Controversey স্বাধীনতার পোস্টারে বাদ রবীন্দ্রনাথ ও নজরুল , তৃণমূল নেতাদের পোস্ট ঘিরে বিতর্ক

তৃণমূল দ্বারা প্রচারিত সোশাল মিডিয়া প্রোফাইলে স্বাধীনতা পোস্টারে বাদ পড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর । আর তা নিয়ে বিতর্কের ঝড় চলছে সোশাল মিডিয়ায় (TMC Independence Day Poster Without Rabindranath Nazrul Islams Picture) ।

7. Salman Rushdie Anees Villa হিমাচলে ভগ্নদশায় আনিস ভিলা, দাদুর বাংলো ভুলেছেন ভার্সেস লেখক

সলমন রুশদি এখন খবরের শিরোনামে ৷ স্বধীনতা প্রাপ্তির মাস দুয়েক আগে তিনি মুম্বইয়ে জন্মগ্রহণ করেন ৷ এই দেশেই প্রথম নিষিদ্ধ হয় তাঁর স্যাটানিক ভার্সেস ৷ হিমাচল প্রদেশে পাহাড়ের কোলে রয়েছে রুশদির দাদুর কেনা বাংলো (Salman Rushdie Anees Villa) ৷

8. Anupam Hazra জেলে অনুব্রতর জন্য পোস্ত পাঠাব, কটাক্ষ বিজেপি নেতা অনুপমের

অনুব্রত ছাড়াও বীরভূম জেলায় আরও 72 জন আছে, তাদের নামের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রীকে দেবেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ এদিন বোলপুরে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি । গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে কটাক্ষ করেন অনুপম (Anupam Hazra slams Anubrata Mondal on cattle smuggling case) ৷ অনুব্রত মণ্ডল পোস্ত খেতে ভালোবাসেন, তাই জেলে পোস্ত পাঠাবেন বলেও জানান তিনি ৷

9. Byomkesh Hotyamancha রাখি ও স্বাধীনতা দিবসের সপ্তাহে ব্যোমকেশ পাড়ি দেবে বিদেশে

রাখি ও স্বাধীনতা দিবসের সপ্তাহে ব্যোমকেশ হত্যামঞ্চ (Byomkesh Hotyamancha) পাড়ি দেবে বিদেশে ৷ এই সপ্তাহে ছবিটি মুক্তি পাবে HOYTS ক্যারোজেল, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ব্ল্যাক টাউন, নিউ সাউথ ওয়েলস, কানাডা প্রদেশ, আরব, আমেরিকায় ।

10. Girl Mahatma Gandhi মাথা কামানো, গায়ে সাদা চাদর, মীরাটে তেরঙা যাত্রায় গান্ধি, সুভাষ আর ঝাঁসির রানি

আগামিকাল স্বাধীনতা দিবস ৷ চলছে আজাদি কা অমৃত মহোৎসব ৷ মীরাটে একটি তিরঙ্গা যাত্রায় স্কুলের ছাত্রীরা স্বাধীনতা সংগ্রামী মতো সেজেছে ৷ তাদের মধ্যে নজর কেড়েছে (Girl Shaves Head) ৷

ABOUT THE AUTHOR

...view details