পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 7, 2021, 10:17 PM IST

ETV Bharat / bharat

"আজ মহড়া ছিল, 26 জানুয়ারি আসল দেখবে"

"ওই দিন সিংঘু, টিকরি, গাজিপুর সীমান্ত, হরিয়ানার রেওয়াসান থেকে ট্রাক্টর নিয়ে পূর্ব ও পশ্চিম পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে এসে মাঝ রাস্তায় মিলিত হবে কৃষকরা৷ আজ যা দেখলেন তা মহড়া ছিল৷ 26 জানুয়ারি আসল হবে ৷" সিংঘু সীমান্তে সাংবাদিক বৈঠকে বললেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা যোগেন্দ্র যাদব ৷

farmers Protest
farmers Protest

দিল্লি, 7 জানুয়ারি : তিন কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে আজ পূর্ব ও পশ্চিম পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ট্রাক্টর ব়্যালি করে হাজার হাজার কৃষক ৷ 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে ট্রাক্টর ব়্যালির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা ৷ সেই আন্দোলনের শুধু মাত্র 'মহড়া' আজকের এই ব়্যালি ৷ মিছিল শেষে সিংঘু সীমান্ত থেকে সাংবাদিক বৈঠকে এমনই বললেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা যোগেন্দ্র যাদব ৷

তিনি বলেন, "ওই দিন সিংঘু, টিকরি, গাজিপুর সীমান্ত, হরিয়ানার রেওয়াসান থেকে ট্রাক্টর নিয়ে পূর্ব ও পশ্চিম পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে এসে মাঝ রাস্তায় মিলিত হবে কৃষকরা ৷ আজ যা দেখলেন তা মহড়া ছিল৷ 26 জানুয়ারি আসল হবে ৷" তিনি আরও জানান, ওই দিন হরিয়ানা, উত্তরপ্রদেশ, পঞ্জাব থেকে কৃষকেরা এই মিছিলে যোগ দেবেন ৷ তারপর দিল্লির উদ্দেশে রওনা দেবেন তাঁরা ৷ পুলিশের অনুমান ওই দিন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের উপর মিছিলে অংশগ্রহণ করবে প্রায় দুই হাজার 500 ট্রাক্টর ৷ পাশাপাশি হরিয়ানার অপর প্রান্তেও কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় ট্রাক্টর মিছিল করবেন কৃষকেরা ৷

আরও পড়ুন : সাধারণতন্ত্র দিবসে তেরঙ্গা হাতে রাজধানীর রাজপথে ট্র্যাক্টর মিছিলের হুঁশিয়ারি

'বিতর্কিত' কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীর বাইরে চলছে বিক্ষোভ । টানা এক মাসের উপর হয়ে গেলেও দিল্লির সীমান্তে প্রতিবাদ-অবস্থান করছেন কৃষকরা । দফায় দফায় বৈঠকের পরেও সম্পূর্ণ সমাধানসূত্র মেলেনি । এই পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে ট্রাক্টর ব়্যালির হুঁশিয়ারি দিয়েছিলেন কৃষকরা । সম্প্রতি কৃষকদের চারটি দাবির মধ্যে দুটি দাবিতে মান্যতা দিয়েছে সরকার ৷ তার মধ্যে রয়েছে, দিল্লি বা দিল্লির সীমান্তবর্তী রাজ্যে খড় পোড়ানোর ক্ষেত্রে শাস্তি থেকে ছাড় দেওয়া হয়েছিল কৃষকদের ৷ তবে, নিজেদের আন্দোলনে অনড় কৃষকেরা ৷ 'কৃষক বিরোধী' আইন প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা ৷ এই পরিস্থিতিতে সাধারণতন্ত্র দিবসে রাজধানীর উদ্দেশে ট্রাক্টর মার্চের ফের একবার হুঁশিয়ারি কৃষকদের ৷

ABOUT THE AUTHOR

...view details