পশ্চিমবঙ্গ

west bengal

"বীরসা মুন্ডার অবদান সবসময় অনুপ্রাণিত করে", জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর

By

Published : Nov 15, 2020, 8:43 PM IST

স্বাধীনতা আন্দোলন এবং সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে তাঁর অবদান সব সময় দেশবাসীকে অনুপ্রাণিত করে বলে টুইটারে লিখলেন নরেন্দ্র মোদি ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

দিল্লি, 15 নভেম্বর : আদিবাসী নেতা বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । স্বাধীনতা আন্দোলন এবং সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে তাঁর অবদান সব সময় দেশবাসীকে অনুপ্রাণিত করে বলে টুইটারে লিখলেন নরেন্দ্র মোদি ।

টুইটারে প্রধানমন্ত্রী হিন্দিতে লিখেছেন, "বীরসা মুন্ডার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই । তিনি প্রকৃত অর্থেই দরিদ্রদের ত্রাতা ছিলেন । সমাজের বঞ্চিত ও শোষিত মানুষদের কল্যাণের জন্য কাজ করেছিলেন । স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান এবং সামাজিক সম্প্রীতির জন্য তাঁর প্রচেষ্টা আমাদের সর্বদা অনুপ্রাণিত করবে ।"

বীরসা মুন্ডা ছিলেন মুন্ডা উপজাতির একজন । 1875 সালের 15 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি । উনিশ শতকের শেষভাগে ব্রিটিশ শাসন কালে তিনি অধুনা বিহার এবং ঝাড়খণ্ডের উপজাতি অধ্যুষিত অঞ্চল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন । প্রতিবছর তাঁর জন্মবার্ষিকী বীরসা মুন্ডা জয়ন্তী হিসাবে পালিত হয় ।

ABOUT THE AUTHOR

...view details