পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 23, 2019, 2:16 PM IST

ETV Bharat / bharat

ঝাড়খণ্ড নির্বাচনে জয়ী JMM জোট ! ফলপ্রকাশের আগেই পোস্টার

সকাল থেকেই শুরু হয়েছে ঝড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গণনা । এখনও দেরি ফলপ্রকাশ । কিন্তু তার আগেই রাঁচিতে লাগানো একটি পোস্টার সকলের নজর কেড়েছে ।

Poster
পোস্টার

রাঁচি, 23 ডিসেম্বর : ফলপ্রকাশে এখনও কিছুটা সময় বাকি । কিন্তু তার আগেই একটি পোস্টার ঘিরে শুরু হয়েছে বিতর্ক । রাঁচিতে লাগানো হয়েছে সেই পোস্টার । তাতে দাবি করা হয়েছে, নির্বাচনে জয়ী হয়েছে JMM জোট ।

সকাল থেকেই শুরু হয়েছে ঝড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ভোট গণনা । এখনও দেরি ফলপ্রকাশ । কিন্তু তার আগেই রাঁচিতে লাগানো একটি পোস্টার সকলের নজর কেড়েছে । সেই পোস্টারে কংগ্রেস নেতা রাহুল গান্ধির একটি বড় ছবি রয়েছে । আর তাতে লেখা , 'ঝাড়খণ্ড কি পুকার হ্যায়, গটবন্ধন কি সরকার হ্যায়' । শুধু তাই নয়, ওই পোস্টারে JMM নেতা হেমন্ত সোরেন পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছে বলে দাবি করা হয়েছে ।

JMM 43 টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে । কংগ্রেস 31 আসনে এবং লালু প্রসাদের নেতৃত্বাধীন RJD সাতটি আসনে প্রতিদ্বন্দিতা করেছে । পাঁচ দফায় ঝাড়খণ্ডে নির্বাচন হয়েছে, যেখানে 65.17 শতাংশ ভোট পড়েছে । ভোটগণনা চলছে । এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে JMM জোট ।

ABOUT THE AUTHOR

...view details