পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 11, 2020, 5:47 PM IST

ETV Bharat / bharat

সৌদি ফেরত এক বৃদ্ধের মৃত্যুতে ফের কোরোনা আতঙ্ক কর্নাটকে

ভারতে একের পর এক কোরোনা আক্রান্তের খোঁজ মেলায় ছড়াচ্ছে আতঙ্ক ৷ আজ কর্নাটকের এক ব্য়ক্তির মৃত্য়ুতে কোরোনা আক্রান্ত হওয়ার সন্দেহ দানা বেঁধেছে ৷ তিনি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরেছিলেন ৷ ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷

Coronavirus
কোরোনা

বেঙ্গালুরু, 11 মার্চ: সৌদি ফেরত 76 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যুতে জড়ালো কোরোনা আতঙ্ক ৷ 10 দিন আগেই সৌদি আরব থেকে ফিরেছিলেন মহম্মদ হুসেন সিদ্দিকি, তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷

বেঙ্গালুরু থেকে 500 কিমি দূরে অবস্থিত কালবর্গিতে বাড়ি মহম্মদ হুসেন সিদ্দিকির ৷ 29 ফেব্রুয়ারি তিনি সৌদি আরব থেকে ফেরার পরই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে গুলবার্গ ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সে ভরতি করা হয় ৷ কোরোনা সন্দেহে তাঁর গলার সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয় এবং তাকে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ ইতিমধ্যেই হাসপাতাল থেকে কালবর্গিতে ফেরার পথেই ওই ব্যক্তির মৃত্যু হয় ৷

কালবর্গি জেলার এক স্বাস্থ্যকর্মী এম এ জব্বর বলেন, ‘‘মহম্মদ সিদ্দিকির মৃত্যু হয়েছে ৷ তার সোয়াব ইতিমধ্যেই পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে কোরোনা ভাইরাসের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট না পাওয়ায় এখনই কোনও কিছু নিশ্চিত ভাবে জানানো সম্ভব নয় ৷ তবে যাতে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে না পরে, তার জন্য যাবতীয় সুরক্ষা পদক্ষেপ করা হয়েছে ৷’’

কর্নাটক সরকারের তরফ থেকে জারি করা নির্দেশিকা

ভারতে ইতিমধ্যেই কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 62 জন ৷ কাল কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6 জন, কর্নাটকে 4 জন ৷ আজ মহম্মদ হুসেন সিদ্দিকির মৃত্যুতে ফের একবার কোরোনা আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে ৷

ABOUT THE AUTHOR

...view details