পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 9, 2019, 3:56 AM IST

ETV Bharat / bharat

অন্তত 3 সন্তান হোক, একটি অবশ্যই মেয়ে; মন্তব্য উত্তরপ্রদেশের মন্ত্রীর

হামারা পাঁচের সমীকরণ বাতলে দিলেন যোগী রাজ্যের মন্ত্রী ৷

sunil bharala
সুনীল ভারালা

লখনউ, 9 ডিসেম্বর : দেশের প্রতিটি নাগরিকের অন্ততপক্ষে তিনটি সন্তান থাকা প্রয়োজন ৷ তার মধ্যে একটি অবশ্যই মেয়ে হতে হবে ৷ এমনই মন্তব্য করলেন যোগী সরকারের মন্ত্রী ৷ নারীনিগ্রহ ও মেয়েদের সম্মানের বিষয়ে বলতে গিয়েই তিন সন্তানের তত্ত্বের দাওয়াই দেন সুনীল ভারালা ৷

উত্তরপ্রদেশের মন্ত্রী সুনীল ভারালার মত, সমাজ দুই সন্তানের কথা বলে ৷ 'হাম দো, হামারে দো', কিন্তু হিন্দু পরিবার পিছু সন্তানের সংখ্যা খুবই কম ৷ তাঁর কথায়, '' আমার ব্যক্তিগত মত, হামারা পাঁচের সমীকরণটাই ঠিক ৷ অন্তত তিনটি সন্তান থাকা জরুরি ৷ এর মধ্যে একটি অবশ্যই কন্যাসন্তান ৷ নইলে পিসিমা, ঠাকুরমা, কাকিমা সম্পর্কগুলোই যে উঠে যাবে ৷''

উত্তরপ্রদেশে একের পর এক নারী নিগ্রহের ঘটনার খবর আসছে ৷ তীব্র নিন্দার মুখে যোগী আদিত্যনাথ সরকার ৷ উন্নাওয়ে একের পর এক ধর্ষণে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে ৷ সেই প্রসঙ্গে তিনি বলেন, কোনও অপরাধীই যোগী রাজ্যে পার পাবে না ৷ হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে চার অভিযুক্তের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৷ পুলিশ নিজের কর্তব্য পালন করেছে বলেই মন্তব্য করেন ভারালা ৷

ABOUT THE AUTHOR

...view details