চেন্নাই, 4 ডিসেম্বর:ঘূর্ণিঝড়ের মিগজাউমের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই-সহ একাধিক জায়গায় একটানা বৃষ্টি শুরু হয়েছে। ব্যাপক বৃষ্টির জেরে ভাসছে একাধিক জায়গা ৷ সূত্রের খবর একাধিক গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। চেন্নাইয়ের রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে। চেন্নাই বিমানবন্দরের রানওয়ে দেখে মনে হবে ছোট নদী তৈরি হয়ে গিয়েছে ৷ তাই 23টি বিমান বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি 32টি কয়েকটি বিমান দেরিতে ছাড়বে বলে জানা গিয়েছে ৷
সোশাল মিডিয়ায় সামনে আসা নানা ভিডিয়ো থেকে দেখা যাচ্ছে, শুধু রাজধানী চেন্নাই নয় তামিলনাড়ুর নানা প্রান্তে একাধিক রাস্তা জলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। জলের তোড়ে ভেসে যাচ্ছে রাস্তাঘাটে দাঁড় করানো যানবাহন ৷ ভারী বৃষ্টির প্রভাবে সোমবার সকালে চেন্নাইয়ের পূর্ব উপকূল রোডের কানাথুর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়েছে বলে খবর। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর-সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামিকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে। মিগজাউমের প্রভাবে বাতিল হয়েছে একাধিক ট্রেন। ব্যাহত বিমান চলাচলও। ইতিমধ্যেই 23টি বিমান বাতিল করা হয়েছে ৷ পাশাপাশি 32টি কয়েকটি বিমান দেরিতে ছাড়বে বলে জানা গিয়েছে।