খান ইউনিস, 2 ডিসেম্বর: সংঘর্ষবিরতি চুক্তি শেষ। তারপরেই হামাস জঙ্গিদের খোঁজে ইজরায়েলের এয়ার স্ট্রাইক গাজার ঘর-বাড়ি, বহুতলের উপর। ইজরায়েলি বিমান হানায় গাজায় অন্ততপক্ষে 175 জনের মৃত্যু হয়েছে, এমনটাই জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদসূত্রে খবর, গাজাও ফের ইজরায়েলে রকেট হামলা শুরু করেছে ৷ বেশকিছু দিন ধরে হামাসের হাতে বন্দি ইজরায়েলের নাগরিকদের মুক্তির বদলে ইজরায়েলে বন্দি প্যালেস্তানীয়দের মুক্তি দেওয়া হয়েছে। ঘটনার মধ্যে কিছু দিনের সংঘর্ষ বিরতি ঘোষিত হয়েছিল। শুক্রবার এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই গাজা উপত্যকায় বাড়িঘর ও ভবনে ইজরায়েল চালাল হামলা ৷
সপ্তাহ শেষের দিকে, ইজরায়েলি বোমাবর্ষণ এবং বিমান হামলায় গাজার 2.3 মিলিয়ন বাসিন্দাদের তিন-চতুর্থাংশেরও বেশি গৃহহীন হয়েছেন ৷ যার ফলে সেখানে খাবার, পানীয় জল এবং অন্যান্য দরকারি পরিষেবার ব্যাপক ঘাটতি হয়েছে ৷ হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রকের মতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে 13 হাজারেরও বেশি প্যালেস্তানীয়ের মৃত্যু হয়েছে ৷ তাঁদের প্রায় দুই-তৃতীয়াংশ মহিলা এবং শিশু। অন্যদিকে, 7 অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামালায় 1400 মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে ।
ইজরায়েলের অভিযোগ, সংঘর্ষবিরতি শেষ হওয়ার আগেই গাজা থেকে রকেট হামলা চালানো হয়েছে। পালটা হামাসের দাবি, যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই উত্তর গাজায় শেল বর্ষণ করেছে ইজরায়েল। অভিযোগ-পালটা অভিযোগের মধ্যেই গাজায় লাগাতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে দু'পক্ষ। ইজরায়েলি সেনার তরফে এক্স হ্যান্ডেলে ঘোষণা করা হয়, হামাসের আবারও যুদ্ধ শুরু করছে তারা।
উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে হামাস বনাম ইজরায়েল সংঘাত শুরু হয়েছে। তার জেরে জ্বলছে গাজা। হামাস জঙ্গি গোষ্ঠীর হাতে বহু ইজরায়েলের নাগরিকের হত্যা ও অপরহণের পর ইজরায়েল গাজা ঘিরে ফেলে হামলা চালাতে শুরু করে। তার আগে নাগরিকদের গাডা ছাড়ারও আর্জি জানায়। এক মাস কেটে গেলেও এই যুদ্ধ শেষ হচ্ছে না । সমঘর্ষবিরতি কাটিয়ে ফের যুদ্ধে ইজরায়েল-হামাস।
আরও পড়ুন: