ETV Bharat / snippets

লোকসভা ভোটের খরচের টাকা দেননি অঞ্চল সভাপতি, বিক্ষোভে তৃণমূল কর্মীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 7:17 PM IST

TMC AGITATION
বিক্ষোভে তৃণমূল কর্মীরা (ইটিভি ভারত)

লোকসভা ভোট মিটলেও তা পরিচালনার জন্য অঞ্চলের বকেয়া টাকা দেননি তৃণমূল অঞ্চল সভাপতি। রাস্তায় দলেরই অঞ্চল সভাপতির বাইক আটকে টাকার হিসাব চাইলেন দলের কর্মীরা। তাঁকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান তৃণমূলের ওই কর্মীরা। ভোটের খরচার টাকার হিসাব নিয়ে শাসকদলের নিজেদের মধ্যে এহেন প্রকাশ্য রাস্তায় দ্বন্দ্ব ও বচসাকে ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের ৷ বুধবার দুপুর নাগাদ ভগবন্তপুরের রাস্তার এই দৃশ্য় এখন সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। নাম না-করে এই ঘটনার জন্য দলের ব্লক সভাপতির বিরুদ্ধেই অভিযোগের তির কর্মীদের ক্ষোভের মুখে পড়া তৃণমূলের অঞ্চল সভাপতির। আর এতেই ফের একবার শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্য়ে ৷

লোকসভা ভোট মিটলেও তা পরিচালনার জন্য অঞ্চলের বকেয়া টাকা দেননি তৃণমূল অঞ্চল সভাপতি। রাস্তায় দলেরই অঞ্চল সভাপতির বাইক আটকে টাকার হিসাব চাইলেন দলের কর্মীরা। তাঁকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান তৃণমূলের ওই কর্মীরা। ভোটের খরচার টাকার হিসাব নিয়ে শাসকদলের নিজেদের মধ্যে এহেন প্রকাশ্য রাস্তায় দ্বন্দ্ব ও বচসাকে ঘিরে শোরগোল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলের ৷ বুধবার দুপুর নাগাদ ভগবন্তপুরের রাস্তার এই দৃশ্য় এখন সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। নাম না-করে এই ঘটনার জন্য দলের ব্লক সভাপতির বিরুদ্ধেই অভিযোগের তির কর্মীদের ক্ষোভের মুখে পড়া তৃণমূলের অঞ্চল সভাপতির। আর এতেই ফের একবার শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্য়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.