ETV Bharat / snippets

ডাকাতির আগেই গ্রেফতার 4, উদ্ধার কার্তুজ-পাইপগান

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 7:23 PM IST

Polba News
ধৃতদের সঙ্গে পোলবা থানার পুলিশ (ইটিভি ভারত)

মাঝরাতে পেট্রল পাম্পে ডাকাতির আগেই ছক ভেস্তে দিল পুলিশ ৷ রবিবার রাতে পোলবা থানার নৈশ টহলদারি ভ্যান দিল্লি রোডের ধারে ব্যারাকপুর ব্রিজের কাছ থেকে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে । তাদের একজনের কাছ থেকে একটি তাজা কার্তুজ-সহ পাইপগান, ভোজালি, শাবল ইত্যাদি উদ্ধার হয় । ধৃতরা ভদ্রেশ্বর থানা এলাকার বাসিন্দা । পুলিশ জানিয়েছে, দিল্লি রোডের রাজহাট সংলগ্ন এলাকায় একটি পেট্রল পাম্পে ডাকাতির জন্য জড়ো হয়েছিল । ধৃতদের মধ্যে একজন ভিকি সিং ৷ সে দুর্গাপুর, চন্দননগর এবং চুঁচুড়া থানায় অনেক অপরাধের সঙ্গে যুক্ত । চন্দননগরের একটি তোলাবাজি দলের প্রধানও বটে। ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷

মাঝরাতে পেট্রল পাম্পে ডাকাতির আগেই ছক ভেস্তে দিল পুলিশ ৷ রবিবার রাতে পোলবা থানার নৈশ টহলদারি ভ্যান দিল্লি রোডের ধারে ব্যারাকপুর ব্রিজের কাছ থেকে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করে । তাদের একজনের কাছ থেকে একটি তাজা কার্তুজ-সহ পাইপগান, ভোজালি, শাবল ইত্যাদি উদ্ধার হয় । ধৃতরা ভদ্রেশ্বর থানা এলাকার বাসিন্দা । পুলিশ জানিয়েছে, দিল্লি রোডের রাজহাট সংলগ্ন এলাকায় একটি পেট্রল পাম্পে ডাকাতির জন্য জড়ো হয়েছিল । ধৃতদের মধ্যে একজন ভিকি সিং ৷ সে দুর্গাপুর, চন্দননগর এবং চুঁচুড়া থানায় অনেক অপরাধের সঙ্গে যুক্ত । চন্দননগরের একটি তোলাবাজি দলের প্রধানও বটে। ধৃতদের সোমবার চুঁচুড়া আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.