ETV Bharat / snippets

কৌশিকী অমাবস্যার মেলা উপলক্ষে হাওড়া-রামপুরহাট বিশেষ ট্রেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 9:11 PM IST

Kaushiki Amavasya
কৌশিকী অমাবস্যার মেলা উপলক্ষে হাওড়া-রামপুরহাট বিশেষ ট্রেন ৷ (নিজস্ব চিত্র)

Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে বিশাল মেলার আয়োজন হয় ৷ যে মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ তারাপীঠে আসেন ৷ সঙ্গে কৌশিকী অমাবস্যার পুজো দিতেও অগণিত ভক্তের সমাগম হয় তারাপীঠে ৷ তাই এবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে হাওড়া থেকে রামপুরহাট আপ ও ডাউনে বিশেষ ট্রেন পরিষেবা দেবে পূর্ব রেল ৷ পুণ্যার্থী ও যাত্রীদের সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণের জন্য 2-4 সেপ্টেম্বর তিনদিন বিশেষ এই ট্রেনগুলি চালাবে ৷ স্পেশাল ট্রেন হাওড়া স্টেশন থেকে সকাল 5টা 45 মিনিটে ছাড়বে ৷ রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে আবার বেলা 11টা 32 মিনিটে ছাড়বে ৷ এই বিশেষ ট্রেন শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন) এবং সাঁইথিয়া স্টেশনে থামবে ৷

Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে বিশাল মেলার আয়োজন হয় ৷ যে মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষ তারাপীঠে আসেন ৷ সঙ্গে কৌশিকী অমাবস্যার পুজো দিতেও অগণিত ভক্তের সমাগম হয় তারাপীঠে ৷ তাই এবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে হাওড়া থেকে রামপুরহাট আপ ও ডাউনে বিশেষ ট্রেন পরিষেবা দেবে পূর্ব রেল ৷ পুণ্যার্থী ও যাত্রীদের সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণের জন্য 2-4 সেপ্টেম্বর তিনদিন বিশেষ এই ট্রেনগুলি চালাবে ৷ স্পেশাল ট্রেন হাওড়া স্টেশন থেকে সকাল 5টা 45 মিনিটে ছাড়বে ৷ রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে আবার বেলা 11টা 32 মিনিটে ছাড়বে ৷ এই বিশেষ ট্রেন শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর (শান্তিনিকেতন) এবং সাঁইথিয়া স্টেশনে থামবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.