ETV Bharat / bharat

জাতিসংঘে আরজি কর প্রসঙ্গ ! নারী নিরাপত্তা সুনিশ্চিতের আর্জি যুবকের - RG Kar Issue Raised in UN - RG KAR ISSUE RAISED IN UN

RG Kar Issue in UN: জাতিসংঘ ভারত সরকারকে নারী সুরক্ষা নিশ্চিত করতে বলুক । জাতিসংঘের অধিবেশনে নারী নিরাপত্তায় আরজি কর নিয়ে অসন্তোষ ৷

RG KAR INCIDENT AT UN Session
জাতিসংঘে আরজি কর প্রসঙ্গ তুলল অসমের যুবক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 3, 2024, 10:54 PM IST

নগাঁও, 3 অক্টোবর: জাতিসংঘের অধিবেশনে দেশের বিভিন্ন রাজ্যে নারী নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন অসমের যুবক ৷ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের চলমান 57তম নিয়মিত অধিবেশনে সমন্বিত যুব ক্ষমতায়ন-কমন ইনিশিয়েটিভ গ্রুপের প্রতিনিধিত্বকারী হীরকজ্যোতি বোরা জানান যে, রাজ্য এবং ভারত সরকার একবিংশ শতাব্দীতেও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ।

এই কথা বলতে গিয়ে হীরকজ্যোতি কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও হত্যা মামলার উল্লেখ করেছেন ৷ তাঁর বক্তব্যে উঠে এসেছে, অসমের নগাঁও জেলার ধিং শহরে একজন মহিলাকে মাদকদ্রব্য খাইয়ে ধর্ষণের কথা ৷ বোরা আরও বলেন, অগস্ট মাসে ধিং-এ ফের এক তরুণীর শ্লীলতাহানি করা হয় । তাঁর রাজ্যে এভাবে মহিলা এবং মেয়েদের নিরাপত্তার অনিশ্চয়তায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি ।

তিনি আরও জানান যে, অভিযুক্তদের একজন পুলিশ হেফাজতে মারাও গিয়েছে ৷ কিন্তু তার অভিযোগ এখনও প্রমাণিত হয়নি । এই অবস্থায় জনমতকে শান্ত করার জন্য পুলিশ তাড়াহুড়ো করে পদক্ষেপ নেওয়ার একটি উচ্চ সম্ভাবনা রয়েছে । যার ফলে প্রকৃত অপরাধীরা মুক্ত হয়ে যেতে পারে ৷ এই ঘটনাগুলি দেখায় যে, আদিবাসী এবং মহিলারা কীভাবে হয়রানির সম্মুখীন হয় ৷ আর কীভাবে তাদের বিচারের জন্য অপেক্ষা করতে হয় ৷ রাজ্য এবং কেন্দ্র সরকারও মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ৷

তিনি জানিয়েছেন যে, জাতিসংঘকে অবিলম্বে নারী ও মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারকে অনুরোধ করতে বলা হয়েছে । মানবাধিকার কাউন্সিল একটি বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার, সুরক্ষাকে শক্তিশালী, মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মোকাবিলা এবং সেগুলির বিষয়ে সুপারিশ করার জন্য জাতিসংঘের সিস্টেমের মধ্যে আন্তঃসরকারি সংস্থাটি প্রয়োজনীয় সমস্ত বিষয়ভিত্তিক মানবাধিকার বিষয় এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করার ক্ষমতা রাখে ৷

নগাঁওয়ের ধিং শহরের বাসিন্দা, হীরকজ্যোতি বোরা গুয়াহাটির কটন ইউনিভার্সিটির একজন স্নাতক ৷ স্নাতক হওয়ার পর হীরকজ্যোতি সামাজিক উন্নয়ন খাতে জড়িত এবং টাচ অফ হিউম্যানিটি নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত ৷

নগাঁও, 3 অক্টোবর: জাতিসংঘের অধিবেশনে দেশের বিভিন্ন রাজ্যে নারী নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন অসমের যুবক ৷ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের চলমান 57তম নিয়মিত অধিবেশনে সমন্বিত যুব ক্ষমতায়ন-কমন ইনিশিয়েটিভ গ্রুপের প্রতিনিধিত্বকারী হীরকজ্যোতি বোরা জানান যে, রাজ্য এবং ভারত সরকার একবিংশ শতাব্দীতেও নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ।

এই কথা বলতে গিয়ে হীরকজ্যোতি কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও হত্যা মামলার উল্লেখ করেছেন ৷ তাঁর বক্তব্যে উঠে এসেছে, অসমের নগাঁও জেলার ধিং শহরে একজন মহিলাকে মাদকদ্রব্য খাইয়ে ধর্ষণের কথা ৷ বোরা আরও বলেন, অগস্ট মাসে ধিং-এ ফের এক তরুণীর শ্লীলতাহানি করা হয় । তাঁর রাজ্যে এভাবে মহিলা এবং মেয়েদের নিরাপত্তার অনিশ্চয়তায় আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি ।

তিনি আরও জানান যে, অভিযুক্তদের একজন পুলিশ হেফাজতে মারাও গিয়েছে ৷ কিন্তু তার অভিযোগ এখনও প্রমাণিত হয়নি । এই অবস্থায় জনমতকে শান্ত করার জন্য পুলিশ তাড়াহুড়ো করে পদক্ষেপ নেওয়ার একটি উচ্চ সম্ভাবনা রয়েছে । যার ফলে প্রকৃত অপরাধীরা মুক্ত হয়ে যেতে পারে ৷ এই ঘটনাগুলি দেখায় যে, আদিবাসী এবং মহিলারা কীভাবে হয়রানির সম্মুখীন হয় ৷ আর কীভাবে তাদের বিচারের জন্য অপেক্ষা করতে হয় ৷ রাজ্য এবং কেন্দ্র সরকারও মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ৷

তিনি জানিয়েছেন যে, জাতিসংঘকে অবিলম্বে নারী ও মেয়েদের সুরক্ষা নিশ্চিত করতে ভারত সরকারকে অনুরোধ করতে বলা হয়েছে । মানবাধিকার কাউন্সিল একটি বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার, সুরক্ষাকে শক্তিশালী, মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি মোকাবিলা এবং সেগুলির বিষয়ে সুপারিশ করার জন্য জাতিসংঘের সিস্টেমের মধ্যে আন্তঃসরকারি সংস্থাটি প্রয়োজনীয় সমস্ত বিষয়ভিত্তিক মানবাধিকার বিষয় এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করার ক্ষমতা রাখে ৷

নগাঁওয়ের ধিং শহরের বাসিন্দা, হীরকজ্যোতি বোরা গুয়াহাটির কটন ইউনিভার্সিটির একজন স্নাতক ৷ স্নাতক হওয়ার পর হীরকজ্যোতি সামাজিক উন্নয়ন খাতে জড়িত এবং টাচ অফ হিউম্যানিটি নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.