ETV Bharat / snippets

24 ঘণ্টা টানা বৃষ্টি, উত্তরবঙ্গে বিপর্যস্ত জনজীবন

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 6:23 PM IST

HEAVY RAIN IN ALIPURDUARS
বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন (ইটিভি ভারত)

গত 24 ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার। একরাতে বৃষ্টিপাতের পরিমাণ 276 মিলিমিটার। আলিপুরদুয়ার পুরসভার 8,16 ও 20 নম্বর ওয়ার্ড জলমগ্ন ৷ জল নিকাশী ব্যবস্থা না-থাকায় পুর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে জল জমতে শুরু হয়েছে । জল যন্ত্রনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিকাশি ব্যবস্থা ঠিক নয় ৷ বৃষ্টি হলেই জল জমতে শুরু করে ৷ বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হয়। হাই ড্রেন না-থাকায় জমা জল বেরতে পারে না। সমস্য়া পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের ৷ তবে আজ ভুটান পাহাড়ে বৃষ্টি না-হওয়ায় কালজানি, ডিমা নদীতে তেমনভাবে জল বাড়েনি । বেশ কয়েকটি এলাকার জল নামতে শুরু করেছে ৷

গত 24 ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার। একরাতে বৃষ্টিপাতের পরিমাণ 276 মিলিমিটার। আলিপুরদুয়ার পুরসভার 8,16 ও 20 নম্বর ওয়ার্ড জলমগ্ন ৷ জল নিকাশী ব্যবস্থা না-থাকায় পুর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে জল জমতে শুরু হয়েছে । জল যন্ত্রনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিকাশি ব্যবস্থা ঠিক নয় ৷ বৃষ্টি হলেই জল জমতে শুরু করে ৷ বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হয়। হাই ড্রেন না-থাকায় জমা জল বেরতে পারে না। সমস্য়া পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের ৷ তবে আজ ভুটান পাহাড়ে বৃষ্টি না-হওয়ায় কালজানি, ডিমা নদীতে তেমনভাবে জল বাড়েনি । বেশ কয়েকটি এলাকার জল নামতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.