BSF Seized Gold Biscuits in Bangaon Border: বনগাঁ সীমান্তে বিএসএফ 10টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল ৷ উদ্ধার হওয়া সোনার পরিমাণ 1 কেজি 166 গ্রাম ৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় 83 লাখ টাকা ৷ জানা গিয়েছে, 10 সেপ্টেম্বর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ অভিযান চালায় ৷ এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করে বনগাঁ রেল স্টেশনে আটক করা হয় ৷ ওই পাচারকারী সোনা শিয়ালদায় নিয়ে যাচ্ছিলেন ৷ সেখানে এক অজানা ব্যক্তির হাতে এই সোনা তুলে দেওয়ার কথা ছিল ৷ ওই সোনা শিয়ালদা স্টেশনে পৌঁছে দিলে তাঁকে এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ বিএসএফ ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷
বনগাঁ সীমান্তে উদ্ধার 83 লাখ টাকার সোনার বিস্কুট, ধৃত 1
Published : Sep 11, 2024, 7:06 PM IST
BSF Seized Gold Biscuits in Bangaon Border: বনগাঁ সীমান্তে বিএসএফ 10টি সোনার বিস্কুট-সহ এক পাচারকারীকে আটক করল ৷ উদ্ধার হওয়া সোনার পরিমাণ 1 কেজি 166 গ্রাম ৷ যার আনুমানিক বাজারমূল্য প্রায় 83 লাখ টাকা ৷ জানা গিয়েছে, 10 সেপ্টেম্বর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ অভিযান চালায় ৷ এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করে বনগাঁ রেল স্টেশনে আটক করা হয় ৷ ওই পাচারকারী সোনা শিয়ালদায় নিয়ে যাচ্ছিলেন ৷ সেখানে এক অজানা ব্যক্তির হাতে এই সোনা তুলে দেওয়ার কথা ছিল ৷ ওই সোনা শিয়ালদা স্টেশনে পৌঁছে দিলে তাঁকে এক হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ বিএসএফ ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷