বাইক টেনে নিয়ে যাচ্ছে লরি, দরজা ধরে ঝুলছেন আরোহী ! দেখুন রোমহর্ষক ভিডিয়ো - Bike Dragged by Truck - BIKE DRAGGED BY TRUCK

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 7:15 PM IST

Viral Video of Bike Dragged by Truck: লরি হিঁচড়াতে হিঁচড়াতে টেনে নিয়ে যাচ্ছে একটা বাইককে ৷ লরির চাকায় বেরোচ্ছে আগুনের ফুলকি! যা দেখলে লোম খাড়া হয়ে যাবে ৷ তার থেকেও বড় কথা লরির দরজায় কোনওক্রমে ঝুলে থেকে প্রাণে বাঁচলেন বাইকের আরোহী ৷ আর এতকিছুর পরও চালক কিছুতেই লরি থামাচ্ছে না ৷ এমনই ভয়ঙ্কর একটি দৃশ্যের সাক্ষী থাকল নিজামের শহর হায়দরাবাদ। আর এই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল এখন সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, লরিচালক ওই বাইকটিকে ধাক্কা দেওয়ার পরে 2 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। বাইকটি ট্রাকের সামনের চাকায় আটকে যায় ৷ গাড়ির পিছনে থাকা লোকজন দৃশ্যটি ক্যামেরাবন্দি করে চেঁচামেচিও করতে থাকেন ৷ তাতে তোয়াক্কা না-করে লরিচালক গতি আরও বাড়িয়ে দেয় ৷ বাইক আরোহী লরির গেটে ঝুলতে থাকা অবস্থাতেই চালক ফের আরও একটা ম্যাটাডোরে ধাক্কা মারে ৷ 

তাতে ওই চারচাকার সামনের দিকে থাকা লাইট ভেঙে যায় ৷ এরপরই লরিটিকে কিছু বাইক ধাওয়া করতে থাকে ৷ লরিটি এলবি নগরের দিকে যাচ্ছিল। অবশেষে, লরিচালক বনস্থলীপুরমে গাড়ি থামায়। পঘাতক বাইকের আরোহীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.