রাতের অন্ধকারে বৈদ্যুতিক আতশবাজির ফুলঝুরি ! দেখুন ভাইরাল ভিডিয়ো - MALDA TRANSFORMER EXPLOSION - MALDA TRANSFORMER EXPLOSION

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 2:54 PM IST

Transformer Explosion in Malda: নিম্নচাপের দফায় দফায় বৃষ্টিতে জবুথবু গ্রাম বাংলা ৷ শুক্রবার রাত তখন প্রায় 10টা ৷ বুলবুলচণ্ডীর মধ্যম কেন্দুয়া গ্রামের বেশিরভাগ মানুষ ঘুমানোর বন্দোবস্ত করছেন ৷ হাতে গোনা কয়েকজন রাস্তার ধারে থাকা একটি দোকানে গল্পগুজব করছেন ৷ হঠাৎ একটা কান ফাটানো আওয়াজ ৷ সঙ্গে সঙ্গে থেমে যায় মাথার উপর ঘুরতে থাকা ফ্যান, নিভে যায় আলো ৷ তারপর যেন আতশবাজির ফুলঝুড়ি শুরু হয়ে যায় গ্রামের মধ্যে দিয়ে যাওয়া মালদা-নালাগোলা রাজ্য সড়কের ধারে ৷

ততক্ষণে আওয়াজ শুনে কিছু লোকজনও ঘর থেকে বেরিয়ে এসেছেন ৷ দেখা যায়, বৃষ্টিতে গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়েছে ৷ শর্ট সার্কিটের জেরে ট্রান্সফরমারের উপর বিদ্যুতের তারে যেন আতশবাজি পুড়ছে ৷ এক মিনিটেরও বেশি সময় ধরে সবাই দেখতে থাকেন সেই দৃশ্য ৷ ইতিমধ্যে কয়েকজন বিদ্যুৎ দফতরে ফোন করলেও তা কাজে দেয়নি ৷ তাঁরা স্থানীয় হবিবপুর থানায় খবর দেন ৷ প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসে বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করে ৷ কিছুক্ষণ পর দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ৷ তখন থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে মধ্যম কেন্দুয়া গ্রাম ৷ শুক্রবার রাতের সেই ভিডিও ক্লিপ এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.