একদিনের বৃষ্টিতেই জল থৈ থৈ স্কুল চত্বর, ঝুঁকির যাতায়াত পড়ুয়াদের - Water Logging Situation in Howrah - WATER LOGGING SITUATION IN HOWRAH
🎬 Watch Now: Feature Video
Published : Aug 1, 2024, 10:37 PM IST
Water Logged Situation in Howrah School: একদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বামনগাছি কেন্দ্রীয় বিদ্যালয় চত্বর । স্কুলের সামনে রাস্তা না পানাপুকুর, বোঝা দায় ৷ তাতেই প্রাণ হাতে করে স্কুল যেতে হচ্ছে পড়ুয়াদের ৷ ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়েও নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরা ৷ স্কুল চত্বর সংলগ্ন রাস্তায় বৃষ্টির জল জমে গিয়ে এমন অবস্থা যে নর্দমা ও খানাখন্দ কিছুই আলাদা করে বোঝার উপায় নেই । ফলত রাস্তা পেরোতে গিয়ে নর্দমায় পড়ে যাচ্ছেন অনেকেই । প্রায়ই বিপদ ঘটছে বলে জানাচ্ছেন স্থানীয়রা ৷
অভিভাবকদের অভিযোগ, জমা জলের সমস্যা নিয়ে স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসকে সুজয় চক্রবর্তীর কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান, যেহেতু জায়গাটি কেন্দ্রীয় সরকারের অধীনে তাই সেখানে পুরনিগম কোনও কাজ করতে পারছে না । তবে তাদের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে । কেন্দ্রীয় সরকার কাজ না করলেও যদি হাওড়া পুরনিগমকে সেখানে কাজ করার জন্য নো অবজেকশন দেওয়া হয়, সেক্ষেত্রে পুরনিগম কাজ করে এই সমস্যার সমাধান করতে পারবে ৷
যদিও স্কুলের অভিভাবকদের দাবি, এই সমস্যা দীর্ঘদিনের । তবুও স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে রাজ্য ও কেন্দ্র সরকার কারও কোনও হেলদোল নেই । বর্ষাকালে জল জমে থাকে স্কুল চত্বরে । দীর্ঘদিন ধরেই ওই স্কুলের বাইরে রাস্তাঘাট বৃষ্টি হলে ডুবে যায় । আর সেই জমা জলের মধ্য দিয়েই পেরিয়ে আসতে হয় পড়ুয়াদের । অনেক সময় জমা জল থেকে বাঁচাতে পড়ুয়াদের কাঁধে করে স্কুলে নিয়ে আসতে দেখতে পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে খবর ।