কাঠামো পুজো দিয়ে শুরু ঐতিহ্যবাহী বোল্লা-কালীর প্রস্তুতি - KALI PUJA 2024
🎬 Watch Now: Feature Video
Published : Oct 18, 2024, 4:57 PM IST
উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা-কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হল শুক্রবার। আগামী 22 নভেম্বর এই বিশেষ পুজো। পার্শ্ববর্তী পুকুর থেকে প্রতিমা তৈরির কাঠামো তুলে পুজোর প্রস্তুতি শুরু হয় ৷ প্রসঙ্গত, উত্তরবঙ্গে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বিখ্যাত এই বোল্লা-রক্ষা-কালী। এখানে সাড়ে সাত হাত উচ্চতার রক্ষা কালীপুজো হয়। 400 বছরের প্রাচীন এই কালী পুজোর পাশাপাশি তিনদিনের মেলাও হয় এখানে। পুজোর সারাদিন তো বটেই, রাতভর কয়েক লক্ষ ভক্ত বা পুণ্যার্থীদের সমাগম হয়। সামনে থেকে একঝলক রক্ষাকালী মায়ের দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন দূরদূরান্ত থেকে আসা ভক্তরা ।
মায়ের প্রধান ভোগ খাজা, বাতাসা। অন্তত 7 হাজার পাঁঠাবলি হত প্রতিবার। তবে গত দু'বছর থেকে বন্ধ রয়েছে বলি দেওয়া। নিয়ম মেনে শুধুমাত্র কমিটির পক্ষ থেকে কয়েকটি বলি দেওয়া হয় রীতি মানার জন্য ৷ বাকি পাঁঠা উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয় ৷ বোল্লা কালী মন্দিরের পুরোহিত জানান, গতবারের প্রতিমা বিসর্জনের পর কোজাগরী পূর্ণিমার পরবর্তী শুক্রবার অর্থাৎ আজ পুকুর থেকে কাঠামো তোলা হয়। এদিন থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়।