বাঁকুড়ায় গানে গানে শ্রদ্ধাঞ্জলি হেমন্ত-কিশোর-মান্নাদে'কে, মঞ্চ মাতালেন পর্যটনমন্ত্রী - Musical Evening in Bankura - MUSICAL EVENING IN BANKURA
🎬 Watch Now: Feature Video
Published : Jul 28, 2024, 7:05 PM IST
Musical Evening Organised in Bankura: গানে গানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, শচীন দেব বর্মন, শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মনদের শ্রদ্ধাঞ্জলি রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের । সরকারি উদ্যোগে শনিবার ও রবিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে দু'দিনের এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল ৷ অনুষ্ঠানের সূচনা লগ্নে শ্রদ্ধেয় শিল্পীদের গান গেয়ে মঞ্চ মাতালেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন । উপস্থিত ছিলেন জেলাশাসক সিয়াদ এন, স্থানীয় সাংসদ অরূপ চক্রবর্তী-সহ অন্যান্যরা । অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেই প্রয়াত সঙ্গীত শিল্পীদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ।
প্রথম দিন এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, মনোময় ভট্টাচার্য, অমিত গঙ্গোপাধ্যায়, তৃষা পাড়ুই, কল্যাণ দাস, দীপাবলি দত্ত, মধুঋতু চক্রবর্তী, গার্গী ঘোষ, তথাগত সেনগুপ্ত, পল্লব ঘোষ ও ইন্দ্রনীল সেন । শেষ দিনে রুপঙ্কর বাগচী, সৈকত মিত্র, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, অরিত্র দাশগুপ্ত, চন্দ্রিকা ভট্টাচার্য, আরফিন রাণা, অঙ্কন কুমার শী, দিশা রায়, সিসপিয়া বন্দ্যোপাধ্যায় ও সুজয় ভৌমিকরা সঙ্গীত পরিবেশন করেন । জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক গণেশ হাঁসদা জানান, জেলার প্রত্যন্ত এলাকার মানুষদের কলকাতার নামী-দামি শিল্পীদের অনুষ্ঠান সেভাবে দেখার বা শোনার সুযোগ হয় না । আর সেই কাজটাই করল তথ্য ও সংস্কৃতি দফতর ।