LIVE FROM PARLIAMENT: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু, দেখুন সরাসরি... - Parliament Session 2024
🎬 Watch Now: Feature Video
Published : Jun 24, 2024, 10:32 AM IST
|Updated : Jun 24, 2024, 1:17 PM IST
Parliament Session 2024 Live: আজ থেকে শুরু অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। তবে অধিবেশন শুরু আগে সংসদের বাইরে বক্তব্য় রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লোকসভা নির্বাচনের পর হওয়া এই অধিবেশনেই নতুন সাংসদরা শপথ নেবেন। তবে অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিরোধীরা সংবিধান হাতে বিক্ষোভ দেখান ৷ এরপর পেশ হবে পূর্ণাঙ্গ বাজেটও। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরু থেকে শেষ-পুরোটাতেই যে শুধু সৌজন্য থাকবে তেমন ভাবার কোনও কারণ নেই । নিট-নেট কাণ্ডে প্রবল চাপে সরকার। এই ইস্যুতে সরকারকে আরও কোণঠাসা করতে চাইবে বিরোধীরা। অধিবেশনে বিরোধীদের মনোভাব যে কী হতে চলেছে তা রবিবারই মোটামুটি বোঝা গিয়েছে। প্রটেম স্পিকার হতে আপত্তি জানিয়েছেন কংগ্রেস এবং তৃণমূলের মতো বিরোধী দলের প্রবীণ সাংসদরা। সরকার পক্ষ অবশ্য বিরোধীদের ক্ষোভ প্রশমিত করতে সচেষ্ট।
Last Updated : Jun 24, 2024, 1:17 PM IST