ষষ্ঠ শ্রেণির নেহার তুলির টানে রূপ পাচ্ছে কোজাগরী - KOJAGORI LOKKHI PUJA

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 7:24 PM IST

স্কুলে পুজোর ছুটি ৷ আর শুরু হয়ে গিয়েছে কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি ৷ তাই কাকিমাকে সাহায্য করতে, হাতে-হাতে লক্ষ্মী প্রতিমায় তুলি বোলাচ্ছে খুদে শিল্পী ৷ ষষ্ঠ শ্রেণির নেহা পালের হাতে লক্ষ্মী প্রতিমার রূপ ফুটে উঠছে ৷ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের পালপাড়া ৷ সেখানকার প্রায় প্রতিটি ঘরেই এই সময় ব্যস্ততা থাকে চরমে ৷ লক্ষ্মীর পুজোর আগে বাড়ির মেয়ে-বউরা নিজেদের হাতে প্রতিমা তৈরি করেন ৷ যদিও, এবার বৃষ্টির কারণে বেজায় সমস্যায় পড়েছেন মূর্তি কারিগররা ৷ রোদ না-পাওয়ায়, মূর্তি শুকোতে দেরি হয়েছে ৷ তাই কয়েকশো মূর্তি রং করতে হচ্ছে অল্প সময়ে ৷ তাই স্কুলে পুজোর ছুটি থাকায় মাধবী পালকে সাহায্য করতে এগিয়ে এসেছে খুদে নেহা ৷ সম্পর্কে মাধবী তার কাকিমা হন ৷ নেহা জানাচ্ছে, দিনে একশোর বেশি মূর্তি সে নিজেই রং করে ফেলেছে ৷ তবে, এবার মূর্তির দাম কিছুটা বেশি ৷ মাটি ও রংয়ের দাম বাড়ায় গতবারের থেকে এবারের মূর্তি প্রতি দাম 10 টাকা করে বাড়ানো হয়েছে ৷ তবে, সেটা লক্ষ্মী প্রতিমার আকারের উপর নির্ভর করছে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.