'এবার জাস্টিস চাইতে হবে সিবিআই-এর কাছে', বললেন উদয়ন গুহ - Udayan Guha
🎬 Watch Now: Feature Video
Published : Aug 17, 2024, 10:59 PM IST
আরজি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সন্ধ্যায় কোচবিহারে গান্ধিমূর্তির পাদদেশে জমায়েত করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ এই সভা থেকেই তিনি আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে তিনি জানান, রাজ্য সরকারের কাছে আর 'জাস্টিস' চাওয়ার নেই। এখন 'জাস্টিস' চাইতে হবে সিবিআই-এর কাছে। আরজি করকে সামনে রেখে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছেন, আঙুল তুলছেন, সেই আঙুলগুলিকে চিহ্নিত করে ভেঙে ফেলার নিদান দেন ৷
এই সভা থেকেই শনিবার সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের কর্মবিরতি নিয়ে ডাক্তারদের তুলোধনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, "উই ওয়ান্ট জাস্টিস বলে ফাঁকা রাখছি । এখন জাস্টিস রাজ্য সরকারের কাছে চাওয়ার নেই । এখন জাস্টিস চাইতে হবে সিবিআই-এর কাছে । ঘটনার 24 ঘণ্টার মধ্যে একজন গ্রেফতার হল। সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার 96 ঘণ্টা পেরিয়ে গেলেও আর কেউ গ্রেফতার হয়নি ।"