নারী সুরক্ষায় রাখি বন্ধন উৎসবে সামিল দৃষ্টিহীনরা - Raksha Bandhan 2024 - RAKSHA BANDHAN 2024
🎬 Watch Now: Feature Video
Published : Aug 19, 2024, 11:09 PM IST
আরজি করের ঘটনার পর থেকে নারী সুুরক্ষা নিয়ে রাজ্য জুড়ে সর্বস্তরে আন্দোলন শুরু হয়েছে ৷ এবার সেই আন্দোলনে সামিল হলেন দৃষ্টিহীনরা। সোমবার চুঁচুড়া ঘড়ির মোড়ে পথ চলতি মানুষের হাতে রাখি বেঁধে পালন হল রাখি বন্ধন উৎসব। মহিলাদের সুরক্ষার জন্য প্লাকেট হাতে মৈত্রীর বন্ধনে সুরক্ষার বার্তা দিলেন দৃষ্টিহীন মানুষজন ৷
এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছেন স্থানীয় চাবি প্রস্তুতকারক রবি পাল ৷ তিনি বলেন, "বিগত কয়েক বছর ধরে দৃষ্টিহীনদের নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করছি ৷ এই বছরের রাখি একটু আলাদা। আমার মা-বোনেরা যাতে সুরক্ষিত থাকে সেই বার্তা দিয়েছি রাখি বন্ধন উৎসবের মাধ্যমে । আরজি করে যে বোনের অকাল মৃত্যু হয়েছে, সে ফিরবে আসবে না। তবে আগামিদিনে রাজ্য তথা দেশে যাতে এমন ঘটনা না ঘটে তার সচেতনতার জন্য এই চিন্তা-ভাবনা।" উপস্থিত চন্দননগর কমিশনারেটের পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায় বলেন, "দৃষ্টিহীনদের সমস্যা অনেক । তাঁরা অনেক সময় বাড়ি থেকে বেরোতে পারেন না। আজ রাখি বন্ধনের দিনে তাদের নিয়ে কিছুটা সময় কাটালাম। একে অপরকে রাখি বেঁধে ভাই-বোনের সম্পর্কের বন্ধন অটুট করলাম ৷"