নারী সুরক্ষা ও অপরাধ দমনে কী কী পদক্ষেপ, জানাল রায়গঞ্জ পুলিশ - Security in Raiganj - SECURITY IN RAIGANJ
🎬 Watch Now: Feature Video
Published : Aug 31, 2024, 7:45 PM IST
আরজি কর-কাণ্ডের পর বারবার মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশ জেলার অধীনস্থ শহরগুলিতে নারী সুরক্ষা বা অপরাধ দমন প্রক্রিয়া কতটা জোরদার করা হয়েছে, তা নিয়ে রায়গঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, রায়গঞ্জ শহরজুড়ে ইতিমধ্যে 100টি বোর্ড লাগানো হয়েছে । যেখানে রয়েছে উইমেনস হেল্পলাইন নম্বর, রায়গঞ্জ পুলিশ স্টেশন নম্বর ও কন্ট্রোল রুমের নম্বর । উইমেনস হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইলে উইনার্স টিম দ্রুততার সঙ্গে পৌঁছে গিয়ে সহায়তা প্রদান করবে । একই ভাবে কালিয়াগঞ্জ শহরেও যথেষ্ট সক্রিয় রয়েছে উইনার্স টিম । এছাড়াও কন্ট্রোল রুমের নম্বরে ফোন করলে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত যেকোনও এলাকায় সংশ্লিষ্ট থানার পুলিশ সেই ঘটনায় হস্তক্ষেপ করবে । রায়গঞ্জ শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে । কোথাও কোন সমস্যা নজরে এলে তৎক্ষণাৎ পুলিশ মোবাইল ভ্যান সেখানে পৌঁছে গিয়ে ঘটনার তদন্ত করছে । এছাড়াও পুলিশের মোবাইল ভ্যান হাসপাতাল, শপিং মল, রেস্তরাঁ, সোনার দোকানেও নিয়মিত নজরদারি চালাচ্ছে ।