বেআইনি মদের ঠেক বন্ধের দাবিতে সরব এলাকাবাসী, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের - Illegal Liquor Shop - ILLEGAL LIQUOR SHOP
🎬 Watch Now: Feature Video
Published : Aug 12, 2024, 8:11 PM IST
Illegal Liquor Shop in Durgapur: দুর্গাপুরের 16 নম্বর ওয়ার্ডের ঋষি অরবিন্দ নগর এলাকায় বেআইনিভাবে মদের কারবার চালানোর অভিযোগ ৷ মদের কারবার বন্ধের দাবিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিক্ষোভে নামেন তৃণমূল নেতৃত্ব । দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা সুজন ঘোষ ৷
ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। ফোনে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায় জানান, এই ধরনের ঠেকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালায়। স্পেশাল ড্রাইভ চালানো হয় । কিন্তু এই বিষয়টি ইটিভি ভারতের থেকে তিনি অবগত হলেন। স্বমূলে এই বেআইনি মদ ব্যবসা কীভাবে বিনষ্ট করা যায় সেই বিষয়ে গুরুত্ব সহকারে বিভিন্ন থানার ওসির সঙ্গে জরুরি আলোচনা করবেন।
এলাকাবাসীর অভিযোগ, দুর্গাপুর নগর নিগম এলাকার ঋষি অরবিন্দ নগর, আমরাই মোড়, কুড়ুরিয়া ডাঙ্গা, নীল ডাঙ্গা, রঘুনাথপুর, ধোবিঘাট, ইস্পাতপল্লী, জেসি বোস বস্তী, বিজড়া, পারুলিয়া, ফরিদপুর, কাদারোড-সহ বহু ওয়ার্ডে এই বেআইনি মদের ঠেক গজিয়ে উঠেছে । মদের কারবারের জেরে সন্ধ্যা নামলেই বহিরাগতদের দাপটে ছিনতাই, অসামাজিক কাজ বাড়ছে । মহিলাদের নিরাপত্তার অভাবে ভুগতে হচ্ছে । রাস্তা দিয়ে মহিলারা একাকি পারাপার করতে ভয়ে জড়সড় । দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে এই একই ছবি দেখে রীতিমতো আতঙ্কিত শহরের মানুষ ।