218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে হবে মেদিনীপুরের ভোট - Lok Sabha Election 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 10:46 PM IST

মেদিনীপুর, 24 মে: রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট ৷ শনিবার রাজ্যের 8টি কেন্দ্রে হবে নির্বাচন ৷ ভোটগ্রহণ চলবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রেও ৷ শেষ লগ্নে নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা ৷ এমনই ব্যস্ততার ছবি উঠে এসেছে মেদিনীপুর কলেজিয়েট মাঠ এবং কলেজিয়েট স্কুলে ৷ একদিকে ইভিএম পরীক্ষা করে নিচ্ছেন ভোটকর্মীরা ৷ অন্যদিকে, জিনিসপত্র গুছিয়ে দূরত্ব অনুযায়ী বুথের উদ্দেশে গাড়ি চেপে রওনা দেন ভোটকর্মীরা ৷  

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ রয়েছে 1945টি ৷ কমিশনের তথ্য অনুযায়ী, এদের মধ্যে স্পর্শকাতর বুথ রয়েছে 313টি ৷ তা নিয়ে বেশ সতর্ক রয়েছে নির্বাচন কমিশন ৷ ভোটের মধ্যে অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে 218 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ সঙ্গে থাকছে 6901 জন রাজ্য পুলিশ ৷ মহিলা বুথের সংখ্যা রয়েছে 19টি ৷ মডেল বুথ রয়েছে 19টি ৷  

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী ময়দানে লড়াই করছেন মোট 9 জন প্রার্থী ৷ এবারের নির্বাচনে মেদিনীপুর লোকসভার মোট ভোটারের সংখ্যা 18 লক্ষ 11 হাজার 243 জন । এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হল 9 লক্ষ 8 হাজার 303 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা হল 9 লক্ষ 2 হাজার 911 জন । কমিশনের রিপোর্ট অনুযায়ী, এই কেন্দ্রে বয়স্ক ভোটারের সংখ্যাও রয়েছে প্রচুর ৷ 85 বছরের বেশি এমন ভোটারের সংখ্যা 11 হাজার 670 জন ৷ একশোর বেশি বয়সের ভোটারের সংখ্যা 160 জন ৷ সেইসঙ্গে প্রতিবন্ধী ভোটারের সংখ্যা রয়েছে 7 হাজার 845 জন। একইসঙ্গে, ওয়েব কাস্টিং রয়েছে 1 লক্ষ 56 হাজারটি ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.