তিন কেন্দ্রে মিটল ভোট, কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে ফিরল ইভিএম - Lok Sabha Election 2024
🎬 Watch Now: Feature Video
Published : Apr 19, 2024, 10:40 PM IST
Lok Sabha Election 2024: ভোটপর্ব শেষ ৷ ভিভিপ্যাট হাতে ডিসিআরসি’তে ফিরলেন ভোটকর্মীরা ৷ রিসিভিং সেন্টারে ইভিএম জমা করলেন তাঁরা । সেখান থেকে স্ট্রংরুমে চলে যাবে ইভিএম ৷ 2024 সালের এই নির্বাচন হবে সাত দফায় ৷ লোকসভা ভোট শেষ হবে 1 জুন ৷ এই তিন আসনের মোট 37 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে 4 জুন ৷ ততদিন স্ট্রংরুমেই থাকবে তিন কেন্দ্রের ইভিএমগুলি ৷
লোকসভা নির্বাচনের প্রথম দফায় শুক্রবার ভোটগ্রহণ ছিল বঙ্গের তিন জেলায় ৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি কেন্দ্রের ভোটাররা ৷ উত্তরবঙ্গের এই তিন সংসদীয় কেন্দ্রে শেষ হল লোকসভা নির্বাচন । নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূলও চাইছে পুরনো জায়গা ফিরে পেতে ৷ ফলে রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তরবঙ্গ ৷
প্রথম দফার আগে এই তিন জেলা থেকে নগদ অর্থ-মদ-মাদক-গয়না সহ অন্য সামগ্রী নিয়ে 241.36 কোটি টাকা উদ্ধার হয়েছিল । যদিও এদিন দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর নির্বাচন ছিল শান্তিপূর্ণ । সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব ।