বালুরঘাটে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 2:45 PM IST

Updated : Apr 16, 2024, 3:06 PM IST

PM Modi Live: প্রথম দফা নির্বাচনের আগে ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিহার থেকে সোজা বালুরঘাটে নির্বাচনী প্রচারে এসেছেন তিনি ৷ এখানে রেলস্টেশন সংলগ্ন ময়দানে বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ পুলিশের তরফে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ দূর থেকে আসা যানবাহনের জন্য সভাস্থল থেকে প্রায় অনেকটা দূরে করা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা ৷ এবারের নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে জয় ধরে রাখা বিজেপির কাছে চ্যালেঞ্জ ৷ কারণ, এই কেন্দ্রের ফল অন্য কিছু হলে তার প্রভাব পড়বে গোটা রাজ্যে ৷ এই কেন্দ্রে সুকান্ত মজুমদারের প্রধান প্রতিপক্ষ তৃণমূলের বিপ্লব মিত্র ৷ ক'দিন আগে জেলায় সভা করে গিয়েছেন অমিত শাহ ৷ এরপর আজ মোদি জনসাধারণ ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন, এখন সেটাই দেখার ৷
Last Updated : Apr 16, 2024, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.