রামমন্দির উদ্বোধনে সাক্ষী থাকতে পেরে আপ্লুত রামচরণ, আবার আসবেন জানালেন রজনীকান্ত - রজনীকান্ত
🎬 Watch Now: Feature Video
Published : Jan 22, 2024, 8:15 PM IST
Ayodhya Ram mandir: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে মিলেমিশে গিয়েছে বলিউড ও দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাষ্ট্রি ৷ রণবীর কাপুর-আলিয়া ভাট থেকে শুরু করে মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সকলেই উপস্থিত ছিলেন ৷ উপস্থিত ছিলেন দক্ষিণী তারকা রজনীকান্ত, রামচরণ, চিরঞ্জীবীও ৷ এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে থাকতে পেরে আপ্লুত বলে জানিয়েছেন অভিনেতা রামচরণ ৷
অন্যদিকে, থালাইভা জানিয়েছেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে ভালো লেগেছে তাঁর ৷ তিনি আবারও আসবেন মন্দির দর্শনে ৷ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর, দক্ষিণী তারকা পবন কল্যাণ সংবাদমাধ্যে জানান, আজ আমার জন্য বেশ আবেগপূর্ণ দিন ছিল। প্রাণপ্রতিষ্ঠার সময়, আমার চোখে জল এসে গিয়েছিল ৷ এটা একটি জাতি হিসাবে ভারতকে শক্তিশালী ও একীভূত করেছে ৷
অন্যদিকে, অভিনেতা রাম চরণ, মেগাস্টার বাবা চিরঞ্জীবী এবং মা সুরেখা কোনিদেলার সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ তিনি জানিয়েছেন, অসাধারণ একটা দিন কাটিয়েছেন ৷ ভারতে জন্মগ্রহণ করা এবং এই মুহূর্তের সাক্ষী হওয়া প্রত্যেকের জন্য সম্মানের বিষয়। এটি সত্যিই একটা আশীর্বাদ। অন্যদিকে, অনুষ্ঠান শেষে বলিউড তারকাদের দেখা যায় বাড়ি ফেরার পথে পথে ৷ এদিন বলিউডে তারকাদের যেমন বিমান বন্দরে দেখা যায় তেমনই চিরঞ্জীবীর সঙ্গে দেখা যায় রাম চরণকেও ৷