LIVE: সংসদ অধিবেশনের পঞ্চম দিন, দেখুন সরাসরি... - Live 18th lok sabha session day 5 - LIVE 18TH LOK SABHA SESSION DAY 5

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 11:00 AM IST

Updated : Jun 28, 2024, 12:08 PM IST

 Live 18th lok sabha session day 5: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে ধন্যবাদ প্রস্তাব দিয়ে শুরু হল সংসদের দুই কক্ষের অধিবেশন ৷ শুক্রবার লোকসভায় বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের পঞ্চম দিনের অধিবেশন শুরু হয় ৷ আর রাজ্যসভায়, বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের পর অধিবেশন শুরু হয় ৷ NEET বিতর্কে কেন্দ্রের জবাব চেয়ে লোকসভা এবং রাজ্যসভায় সরকারকে চাপে ফেলার পরিকল্পনা রয়েছে বিরোধী জোটের সাংসদের ৷ যা নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদের উভয় কক্ষের অধিবেশন ৷ বৃহস্পতিবার অষ্টাদশ লোকসভার প্রথম যৌথ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 1975 সালে জরুরি অবস্থা আরোপের ঘটনাকে সংবিধানের উপর 'সবচেয়ে বড় এবং অন্ধকারতম অধ্যায়' হিসেবে উল্লেখ করেছেন ৷ যার বিরোধীতা করেছে কংগ্রেস ৷ 
Last Updated : Jun 28, 2024, 12:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.